বিবাহিত মহিলারাই সিঁদুর পরবেন, সিঁদুর খেলবেন, সমাজ এখনও তাতেই অভ্যস্ত। শাখা-পলা সেও ওই বিবাহিত মহিলাদের অলংকার, আসলে পিতৃতন্ত্রের চিহ্ন। সেই চেনা ছকই আজকাল ভাঙছেন অনেকেই। তেমনই ছক ভাঙলেন অভিনেত্রী সোহিনী সরকার। শাঁখা পলা পরে লাল পেড়ে শাড়িতে অষ্টমীর সাজ সেজেছেন সোহিনী।
অনেকেই ভাবছেন, হাতে শাঁখা পলা...তাহলে কী? না অন্য কিছু নয়, অষ্টমীর ট্র্যাডিশনাল লুকে আরও একটু লালের ছোঁয়া দিতেই সোহিনী হাতে পরেছেন শাঁখা পলা। কে কী ভাবছেন, বলছেন, সোহিনী সেসব নিয়ে আদৌ ভাবছেন না।
বিয়ের পিঁড়িতে বসার কোনও আভাসও দেননি সোহিনী। সদ্য ব্রেক আপ হয়েছে অভিনেত্রীর। পরে অবশ্য টলিপাড়ার এক গায়কের সঙ্গে সম্পর্কের রসায়ন গভীর হয়েছে বলেও শোনা গিয়েছে।