বাবার আরবাজ খানের দ্বিতীয় বিয়ের পার্টিতে হাজির থেকে নাচ গান করলেন ছেলে আরহান৷ এমন চমৎকার দৃশ্যে আরও রং যোগ করলেন আরবাজের ভাই তথা বলিউডের ভাইজান সলমন খান। নাচে গানে মাতিয়ে দিলেন তিনি।
গত রবিবার দ্বিতীয় বিয়ে করেছেন অভিনেতা, প্রযোজক আরবাজ। কনে মেক আপ আর্টিস্ট শুরা খান। বোন অর্পিতা খান শর্মার বাড়িতে 'নিকাহ্ পার্টি'তে বসল চাঁদের হাট। ল্যাভেন্ডার ব্লু পাঠানি স্যুট পরে এসেছিলেন সলমন৷ হর্ষদীপ কাউর গানের সঙ্গে দুর্দান্ত নাচলেন ভাইজান। তাঁর সঙ্গে পা মেলালেন আরহান সহ অন্যরা।
তবে সবচেয়ে মনকাড়া দৃশ্যটি দেখা গেল তখন, যখন ক্রিম রঙের ফ্লোরাল জ্যাকেটে ঝকঝকে বর আরবাজের সঙ্গে নাচলেন তাঁর ছেলে আরহান৷ বাবার দ্বিতীয় বিয়েতে আরহানকে দুর্দান্ত লাগছিল অল ব্ল্যাক স্যুটে। বাবা-ছেলের নাচ দেখে তালি দিচ্ছিলেন কনে শুরা।
আরবাজের বাবা সেলিম খান, মা সালমা খান তো ছিলেনই, এছাড়াও রবিনা ট্যান্ডন, ঋদ্ধিমা পণ্ডিত, ঋতেশ দেশমুখের মতো সেলিব্রিটিরাও ছিলেন আরবাজ ও শুরার বিয়ের পার্টিতে।