১৯ বছরের এক তরুণের প্রাণ বাঁচালেন অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। সম্প্রতি পঞ্জাবের মোগা জেলার রাস্তা দিয়ে তাঁর টিমের সঙ্গে গাড়ি করে যাচ্ছিলেন সোনু । সেসময়ই আচমকা হাইওয়েতে দেখেন, দুর্ঘটনার (Road Accident) কবলে পড়েছে একটি গাড়ি। গাড়ির মধ্যে আটকে বছর ১৯-এর তরুণ। নিজের গাড়ি থেকে নেমে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে ঐ যুবককে উদ্ধার করেন সোনু। রক্তাক্ত ঐ যুবককে কোলে নিয়ে নিজের গাড়ি তুলে তৎক্ষনাৎ হাসপাতালে নিয়ে যান অভিনেতা। নিজে দাঁড়িয়ে থেকে আহতের চিকিৎসার ব্যবস্থা করেন সোনু।
Sonu Sood: কেষ্টপুরের প্যান্ডেলে সোনু সুদের আদলে মূর্তি, সেলফি তুলছেন দর্শনার্থীরা
সোনু সুদ ফাউন্ডেশনের তরফে এই ভিডিও আপলোড করে ক্যাপশনে লেখা হয়েছে, "এভরি লাইফ কাউন্টস'
অতিমারীকালে (Pandemic) তাঁকে দেবদূতের মতো পাশে পেয়েছেন ঘরহারা অনেক মানুষ। নিঃস্বার্থভাবে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ। বিশেষ গাড়ি, বাসের ব্যবস্থা করে শ্রমিকদের পৌঁছে দিয়েছেন নিজ-নিজ বাড়িতে। সাহায্যের জন্য তাঁর কাছে এলে তিনি কাউকে ফেরান না।