ইদের দিন মুক্তি পেয়েছে বলিউডের দুটি বহুপ্রতীক্ষিত ছবি ‘বড়ে মিয়াঁ, ছোটে মিয়াঁ’ এবং ‘ময়দান’ । ইতিমধ্যেই অজয় দেবগণের এই স্পোর্টস ড্রামা বেশ প্রশংসা কুড়িয়েছে। কিন্তু বক্সঅফিসের দৌড়ে ময়দানে বিশেষ গোল আসেনি। ইতিমধ্যেই এই ছবি দেখে ফেলেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
ছবি দেখে মুগ্ধ ক্রিকেটের মহারাজা। সকলকে হলে গিয়ে ছবিটি দেখার অনুরোধ জানিয়েছেন সৌরভ। শুধু তাই নয়, নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘‘আপনারা কেউ ‘ময়দান’ ছবির দুর্দান্ত সিনেমাটিক অভিজ্ঞতা মিস করবেন না। ভারতের কালজয়ী ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিমের দুর্ধর্ষ গল্প উঠে এসেছে।” ছবিটি মাস্ট ওয়াচ জানিয়েছেন দাদা।