সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) হাত ধরে বাংলায় ফের ওয়েব সিরিজে ফেলুদা। না, এতো আগেই জানা গিয়েছিল। তাহলে খবরটা কী? খবরটা হল, জুন মাসেই হইচই তে মুক্তি পাচ্ছে সেই সিরিজ। পরিচালক নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সে কথা।
সত্যজিতের ফেলুদা (Feluda) সিরিজের একেবারে প্রথম দিককার গল্প দার্জিলিং জমজমাট-এর শুটিং শেষ হয়েছে এপ্রিলের শুরুতেই। শুটিং এর মুহূর্তের একগুচ্ছ ছবি পরিচালক নিজেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। দার্জিলিং এর চেনা রাস্তায় এই বসন্তে ছুটি কাটাতে গিয়ে অনেকেরই একই সঙ্গে কাঞ্চনজঙ্ঘা দর্শন আর ফেলু দর্শন হয়ে গিয়েছে। গ্লেনারিজের সামনে শুটিং ও করতে দেখা গিয়েছে টোটাকে। সঙ্গে রয়েছে ফেলুদার একেবারে প্রথম গল্প 'ফেলুদার গোয়েন্দাগিরি'ও।
পরপর বাংলা ছবির রিলিজ, তাই কি গরমের ছুটি ঘোষণা মমতার? কী বলছেন মিমি?
ফেলুদা হিসেবে টোটা ছাড়াও তোপসের ভূমিকায় কল্পন মিত্র ও লালমোহনবাবু হয়েছেন অনির্বাণ চক্রবর্তী।
এর আগে ২০২০ এর শেষে আড্ডা টাইমসে মুক্তি পেয়েছিল সৃজিতের 'ফেলুদা ফেরত' সিরিজটি।