শেষ হল ফেলুদাকে (Feluda movie) নিয়ে নতুন ওয়েবসিরিজে 'দার্জিলিং জমজমাট'-এর শুটিং। সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করে অনুরাগীদের সেই কথা জানালেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। 'হইচই' (Hoichoi) প্ল্যাটফর্মের জন্য তৈরি এই ছবি নিয়ে প্রথম থেকেই উৎসাহ তুঙ্গে ছিল অগণিত ফেলুদা (Feluda fans) ভক্তদের।
ছবিতে ফেলুদার (Feluda) ভূমিকায় অভিনয় করছেন টোটা রায়চৌধুরী। তপেশের ভূমিকায় রয়েছেন কল্পন মিত্র। অনির্বাণ চক্রবর্তী রয়েছেন লালমোহন গাঙ্গুলী ওরফে 'জটায়ু'র ভূমিকায়।
আরও পড়ুন: বারাসতে আক্রান্ত মতুয়া পুণ্যার্থীরা, আন্দোলনের ডাক বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের, গ্রেফতার ৪
গত বেশ কয়েকদিন ধরেই এই ছবির জন্য দার্জিলিং-এ শুটিং করছিলেন পরিচালক। শুটিং-এর একাধিক স্থিরচিত্র নিয়ম করে পোস্টও করেছেন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট (Srijit Mukherji Facebook) থেকে।
প্রসঙ্গত, 'ফেলুদার গোয়েন্দাগিরি'র পর 'দার্জিলিং জমজমাট' উপন্যাসেই ফের এই শৈল শহরে পাড়ি দিয়েছিল ফেলু-তপেশ জুটি। প্রথমটিতে জটায়ু না থাকলেও, এই উপন্যাসে তাঁর উপস্থিতি অনুভূত হয়েছিল ছত্রে ছত্রে। 'বিষ' রহস্যের সমাধানে মজেছিলেন এই ত্রয়ী।
সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে সেই রহস্য কীভাবে উঠে আসে, এখন সেটাই দেখার। ভক্তরাও অপেক্ষা করছেন অধীর আগ্রহে।
এসভিএফ প্রযোজনা সংস্থার এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন বরুণ চন্দ, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য প্রমুখ।