শাহরুখ খানের (Shah Rukh Khan) কোটি কোটি ভক্তের দীর্ঘ প্রতীক্ষার অবসান! অবশেষে ঘোষণা হল যশরাজ ফিল্মসের ড্রিম প্রোজেক্ট 'পাঠান'-এর (Pathaan date announcement teaser) মুক্তির তারিখ।
আদিত্য চোপড়া (Aditya Chopra) প্রযোজিত ও সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand) পরিচালিত এই ছবিটিতে শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এবং জন আব্রাহামও (John Abraham)। জানা গিয়েছে, ছবিটিতে একটি ক্যামিও চরিত্রে রয়েছেন সলমন খান (Salman Khan)।
আরও পড়ুন: পুরভোটে তৃণমূল দাপট চলছেই, এবার বিরোধীহীন ৩১ পুরসভা
টিজারে দেকা যাচ্ছে, জন আব্রাহাম এবং দীপিকা পাড়ুকোন শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত চরিত্রটির বর্ণনা দিচ্ছেন। যে চরিত্রের বর্ণনায় বলা হচ্ছে, 'দেশই তার ধর্ম'। টিজারটি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ার করে কিং খান লেখেন, "আমি জানি, একটু দেরি হয়ে গেল। তবে, তারিখটা মনে রাখবেন। আপনাদের সঙ্গে সিনেমাহলে দেখা হবে ২৫ জানুয়ারি ২০২৩ (Pathaan release date)। হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে এই ছবি"।
২০১৮ সালে মুক্তি পাওয়া 'জিরো'-র (Zero) পর আর কোনও ছবিতে অভিনয় করেননি শাহরুখ এতদিন। 'পাঠান' এতদিনের শূন্যস্থান পূরণ করতে পারবে বলেই মনে করছেন শাহরুখ অনুরাগীরা (Shah Rukh Khan fans)।