দেবী পক্ষ শুরু হতে আর মাস খানেক। মহালয়ার ভোরে রাত জেগে মহিষাসুরমর্দিনী শুনবে বাঙালি। এটুকু ভাবলেই গায়ে কাঁটা দেয়। রেডিওর অনুষ্ঠান শেষ হলে টিভিতে মহালয়া। স্টার জলসায় এবার দুর্গা হিসেবে দেখা যাবে কোয়েল মল্লিককে। একটু একটু করে দুর্গা হয়ে ওঠার মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করলেন কোয়েল।
SRK art in Kolkata: কলকাতার ছাদে স্টোন চিপ্স দিয়ে ৩০ ফুটের শাহরুখ! ভক্তের কীর্তিতে আপ্লুত কিং খান
দু-পা, হাত রাঙা হয়ে উঠল আলতায়। অঙ্গে উঠল লাল শাড়ি, সোনার গয়না। কপালের ঠিক মাঝখানে আঁকা হল তৃতীয় চোখ। ত্রিনয়নী দুর্গা যেন প্রাণ পেলেন কোয়েলের মধ্যে। সেই মুহূর্তই নিজের ইন্সটায় শেয়ার করেছেন অভিনেত্রী। মহালয়ার দিন, ১৪ অক্টোবর, স্টার জলসায় ভোর পাঁচটায় বিশেষ অনুষ্ঠান 'যা দেবী সর্বভুতেষু'।
পুজোর ঠিক আগেই বড় পর্দায় মুক্তি পাচ্ছে অরিন্দম শীলের 'জঙ্গলে মিতিন মাসি', সেখানে নাম ভূমিকায় দেখা যাবে কোয়েলকে। দেবীপক্ষে একের পর এক চ্যালেঞ্জিং রোলে কোয়েল।