হাজারো ফুলের মধ্যে ঘুমিয়ে রয়েছেন শিল্পী। যে ঘুম আর ভাঙবেই না। চোখের জল বাঁধ মানছে না ছাত্রছাত্রীদের। এত সহজে বিদায় বলা যায় গুরুকে?
প্রয়াত শিল্পীর বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে মঙ্গলবার সকাল থেকেই ছাত্র ছাত্রীদের ভিড় বাড়তে শুরু করে। যার হাতে রবীন্দ্রগানে হাতে খড়ি, সেই মানুষটাকে একবার শেষ দেখা দেখতে।
কান্না ঝরা গলাতেই গেয়ে উঠলেন সকলে, 'জীবন মরণের সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে...'
মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । সুমিত্রা সেনের প্রয়াণের খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তাঁর মেয়ে ও সঙ্গীত শিল্পী শ্রাবণী সেন (Sraboni Sen) । তাঁর প্রয়াণে শোকের ছায়া সঙ্গীত জগতে ।
সুমিত্রা সেন ব্রঙ্কোনিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন । তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল । ফুসফুসে নিউমোনিয়ার প্যাচও ছিল বলে জানা গিয়েছে । শ্বাসকষ্টেরও সমস্যা ছিল বলে খবর । সোমবার রাতেই ৮৯ বছরের শিল্পীকে বাড়িতে আনা হয় । আর মঙ্গলবার ভোরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।