বড়পর্দায় নটী বিনোদিনী যে আসছে, সে খবর আগেই পেয়েছে দর্শক। এবার বাংলার থিয়েটারপ্রেমীদের জন্য বড় চমক। মঞ্চেও আসছে নটী বিনোদিনী, নাম ভুমিকায় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।
পর্দায় বিনোদিনীর চরিত্রকে জীবন্ত করে তুলতে রুক্মিণী মেন্টর হিসেবে পেয়েছেন এই সুদীপ্তাকেই। এবার জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রীর হাত ধরে মঞ্চের বিনোদিনী ফিরছেন মঞ্চেই। জোর কদমে চলছে নাটকের মহড়া। বড়পর্দা, ছোটপর্দা এবং মঞ্চ, সবই সমান তালে সামলাচ্ছেন সুদীপ্তা।
Alia Bhatt : ব্যক্তিগত মুহূর্তে লেন্সবন্দী আলিয়া ! পুলিশের দ্বারস্থ ক্ষুব্ধ অভিনেত্রী, পাশে সতীর্থরা
৮ মার্চ, নারী দিবসে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে সন্ধে সাড়ে ৬ টায় 'বিনোদিনী অপেরা' মঞ্চস্থ হবে প্রথমবার। নাটকের নির্দেশনায় অবন্তী চক্রবর্তী।