টলিউড, বলিউড, দক্ষিণের ইন্ডাস্ট্রি, অভিনয় জগতে এই সব ভাগ ক্রমশ মুছে যাচ্ছে ওয়েব সিরিজের হাত ধরে। বলিউডের ওয়েবসিরিজে টালিগঞ্জের অভিনেতা, আবার টলিউডে মুম্বইয়ের অভিনেতাদের অবাধ বিচরণ। এবার হিন্দি ওয়েব সিরিজে প্রথমবার কাজ করছেন সুজন নীল মুখোপাধ্যায়।
কোন সিরিজ, কার পরিচালনা, কোন ওটিটি প্ল্যাটফর্মে কবে মুক্তি পাবে, এসব কিছুই এখনও স্পষ্ট নয়, তবে অভিনেত্রী জারিনা ওয়াবের সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নীল, তা থেকে বোঝা যায় এই সিরিজে জারিনা তাঁর সহঅভিনেত্রী। নীলের পরনে পুলিশের পোশাক দেখে চরিত্র বুঝতে সুবিধে হয়।
বাংলা টেলিভিশন, বড়পর্দা, ওটিটি এবং থিয়েটার সবেতেই একের পর পর মনে রাখার মতো কাজ করে চলেছেন নীল মুখোপাধ্যায়।