জীবন পদ্মপাতায় জলের মতো, কার কখন কী হবে বলা যায় না কিছুই। সুশান্ত সিং রাজপুতের অকালমৃত্যু আজও মেনে নিতে পারেনি তাঁর ভক্তরা। সংক্ষিপ্ত অভিনয় জীবনে তিনি মনে দাগ কেটে যাওয়ার মতো বেশ কিছু কাজ করেছেন। হিন্দি টেলিভিশনে 'পবিত্র রিশতা' ধারাবাহিকের মধ্যে দিয়ে কেরিয়ার শুরু তাঁর। তারপর কাইপোচে, MS.Dhoni, PK, কেদারনাথ, শুদ্ধ দেশি রোমান্স, ব্যোমকেশ বক্সীর মতো ছবিতে নিজের অভিনয়ের জাত চিনিয়েছিলেন সুশান্ত। আক্ষেপ একটাই, শেষ ছবি 'দিল বেচারা' মুক্তি পায় তাঁর মৃত্যুর পর।
West Bengal Weather Update: যাওয়ার আগে ফের একবার শীতের ঝোড়ো ইনিংস! সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া?
২০২০ সালের ১৪ জুন সুশান্তের বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় সুশান্তের দেহ। আজ অভিনেতার জন্মবার্ষিকী। তিনি নেই, কিন্তু থেকে গিয়েছে তাঁর কাজ, তাঁর ভাবনা সবই। প্রতিবছরের মতো এবছরেও তাঁর ছবি, টুকরো টুকরো ভিডিওতে ভাসছে সোশ্যাল মিডিয়া।