আইপিএলের প্রাক্তন কর্তা ললিত মোদী ও প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের অন্তরঙ্গ ছবি প্রকাশ পেতেই তোলপাড় গোটা দেশ। সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া, হাসিঠাট্টা চারদিকে। এই 'অসম' সম্পর্কের কারণ খুঁজতে ব্যস্ত নেটিজেনদের একাংশ। চেহারা থেকে বয়স, সব কিছুর ফারাক নিয়ে যুগলে এত ঠাট্টা শুনেছেন যে, রবিবার সকালেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ললিত। এরপর বিকেলের মধ্যেই প্রতিক্রিয়া দিলেন সুস্মিতাও।
অভিনেত্রী জানান, চারপাশে মানুষের চিন্তার দৈন্য দেখে তিনি হতাশ। তাঁর স্পষ্ট ব্যাখ্যা, ‘আমি সোনার লোভে ললিতের কাছে যাইনি। তা ছাড়া আমার তো হিরে ভাল লাগে। আর সেটা এখনও নিজেরই কেনার ক্ষমতা রয়েছে।’
আরও পড়ুন- Tiyasha Roy : অসুস্থ অভিনেত্রী তিয়াসা রায়, আচমকা কেন হাসপাতালে ভর্তি হলেন ‘শ্যামা’?
সুস্মিতা আর ললিত একসঙ্গে পথচলার কথা ঘোষণা করেছেন ১৪ জুলাই। সেই থেকে ক্রমাগত ছুটে আসছে বিদ্রুপের তির। অনেকেরই প্রশ্ন, সুস্মিতার মতো একজন রূপসী, স্বাধীনচেতা, স্বাবলম্বী অভিনেত্রী কেন আকৃষ্ট হবেন একজন দুর্নীতিগ্রস্ত, ‘অসুন্দর’ মানুষের প্রতি? সম্পর্কের নেপথ্য কারণ খুঁজতে ইতিমধ্যে বহু মানুষ তাঁকে অর্থলোভী বলেছেন। যার স্পষ্ট জবাব দিলেন পর্দার ‘আর্যা’।