গত কয়েক বছরে বলিউডে বায়োপিকের ধূম বেড়েছে । সম্প্রতি, বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছে কবীর খানের 'চান্দু চ্যাম্পিয়ন' । এদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের কথাও চলছে বহুদিন ধরে । তারকা ক্রিকেটারের জীবনী নিয়ে বায়োপিক তৈরি বলিউডে কোনও নতুন বিষয় নয় । সৌরভের আগে ধোনি, কপিল দেবের গল্প ফুটে উঠেছে রুপোলি পর্দায় । এবার আরও এক ক্রিকেটারের বায়োপিকের খবর সামনে এল । বাইশ গজে তিনি ছয় ছক্কার মালিক । দুই বিশ্বকাপ জয়ের সাক্ষ্মী থেকেছেন । মারণ রোগকে হারিয়ে জীবনযুদ্ধে জয়ী হয়েছেন, সেই যুবরাজ সিং-এর জীবনী এবার বড়পর্দায় । যুবরাজের বায়োপিকের খবর আগেই প্রকাশ্যে এসেছিল, এবার আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল ।
টি সিরিজের তরফে সোশ্যাল মিডিয়ায় যুবরাজের বায়োপিক ঘোষণা করা হয় । দু'টি ছবিও পোস্ট করা হয় । সেখানে ছবির নির্মাতাদের সঙ্গে দেখা গিয়েছে যুবরাজ-কেও । ক্যাপশনে লেখা,'২২ গজ থেকে কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া কিংবদন্তির জীবন ফিরে দেখা । যুবরাজ সিংহের হার না মানা মনোভাব ও সাফল্যের গল্প খুব তাড়াতাড়ি বড় পর্দায় আসতে চলেছে ।' এর আগে খবর ছড়িয়েছিল আমির খান প্রযোজনা করতে পারে যুবরাজের বায়োপিক । তবে, জানা গেল, ক্রিকেটারের বায়োপিক প্রযোজনা করছেন সিনেমাটি প্রযোজনা করবেন ভূষণ কুমার ও রবি ভাগচন্দোকা।
সিনেমার নাম কী হবে তা জানা যায়নি । তবে, নির্মাতাদের পোস্টে হ্যাশট্যাগ দিয়ে লেখা ছিল 'সিক্স সিক্সেজ' । অনেকে মনে করছেন এটাই সিনেমার নাম হতে পারে । যুবরাজ সিং-এর ভূমিকায় কে অভিনয় করবেন তা এখনও জানা যায়নি । খুব শীঘ্রই সিনেমার কাস্টিংও ঘোষণা করা হবে । যুবরাজের ক্রিকেট জীবন, ২০০৭-র সেই ছয় ছক্কা মারার স্মৃতি, যুবরাজের ব্যক্তিগত জীবন, তাঁর সাহসী লড়াইয়ের গল্পই যুবরাজের বায়োপিকে দেখানো হবে ।
উল্লেখ্য, ভারতের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে যুবরাজের অভিষেক হয় ২০০০ সালে । যুবরাজের আক্রমণাত্মক ব্যাটিং, ফিল্ডিং ভারতকে একাধিক জয় উপহার দিয়েছে । ভেঙেছেন একের পর এক রেকর্ড । ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ছয় ছক্কা মারার মুহূর্তটা আজও চোখে ভাসে ক্রিকেটপ্রেমীদের । ২০১১ সালে বিশ্বকাপে সেরা ফর্মে ছিলেন যুবরাজ । সেইসময় মাঠে লড়াই দেখেছিলেন গোটা দেশ, অথচ তখন যুবরাজ কিন্তু মারণ রোগের সঙ্গেও লড়াই করছিলেন । অথচ এতটুকু তিনি বুঝতে দেননি । তাঁর অনবদ্য পারফরম্যান্স নজর কেড়েছে । যা ভারতকে ওয়ার্ল্ড কাপের ট্রফি এনে দিয়েছে ।
ক্রিকেটারদের জীবনী নিয়ে তৈরি সেরা সিনেমা কী কী দেখে নিন
আজহার
টনি ডিজুজা পরিচালিত মহম্মদ আজহারউদ্দীনের বায়োপিক সিনেমা হল আজহার । মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ইমরান হাসমি । এছাড়াও দেখা গিয়ে প্রাচী দেশাই ও নার্গিস ফাকরিকে । বক্স অফিসে ভাল সাফল্য পেয়েছিল এই সিনেমা ।
এম এস ধোনি
মহেন্দ্র সিং ধোনির জীবনকাহিনী পর্দায় তুলে ধরেছিলেন নীরজ পাণ্ডে । ধোনির ভূমিকায় দেখা গিয়েছিল সুশান্ত সিং রাজপুতকে । দিশা পাটানি ও কিয়ারা আডবানির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন সুশান্ত । ২০১৬ সালে মুক্তি পেয়েছিল সিনেমা ।
এছাড়াও সচিনকে নিয়ে তৈরি হয় বায়োপিক সচিন : আ বিলিয়ন ড্রিমস, কপিল দেবকে নিয়ে বায়োপিক তৈরি করেন কবির খান । সিনেমার নাম ৮৩ । মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং ।