জীবন যুদ্ধে কারোর কারোর লড়াই একটু বেশি থাকে, যেমন ঐন্দ্রিলা শর্মা, লড়াইয়ের শুরু ১৭ বছর বয়সে। মারণ রোগের সঙ্গে লড়াই করে জিতে যাওয়া। তারপরই বিনোদন জগতে পা রাখা অভিনেত্রীর।
সদা হাস্যময় মেয়েটার বাঙালির ড্রয়িং রুমে জায়গা করে নিতে বেশি সময় লাগেনি। জিয়ন কাঠিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল ঐন্দ্রিলাকে। জীবন জ্যোতিতেও বেশ বড় চরিত্রে ছিলেন অভিনেত্রী।
২০২১-এ দ্বিতীয় বার ক্যানসারের সঙ্গে লড়াই, এবং এবারেও জিতলেন। সেবার আরও বেশি করে ছড়িয়ে পড়ল ঐন্দ্রিলার গল্প। শারীরিক অসুস্থতার জন্যই খুব সম্ভবত, অভিনয়ের দুনিয়ায় সেকেন্ড ইনিংস-এ ঐন্দ্রিলা ধারাবাহিকের চেয়ে বেশি কাজ করেছেন স্বল্প দৈর্ঘ্যের ছবি, ওয়েব সিরিজে। এদের মধ্যে উল্লেখযোগ্য 'ভাগাড়', 'ভোলে বাবা পাড় করেগা', আমি দিদি নম্বর ১, লাভ ক্যাফে।
তাছাড়া, দাদাগিরি এবং দিদি নম্বর ১-এর মঞ্চে নিজের লড়াই-এর কথা বলেছিলেন ঐন্দ্রিলা, সেসব উদ্বুদ্ধ করেছিল অনেক অনেক ঐন্দ্রিলাকে। কোনও কোনও নাম লড়াই-এরই সমর্থক হয়ে ওঠে, এই যেমন ঐন্দ্রিলা।