বলিউডে কোনও গডফাদার ছাড়াই নিজের জায়গা পাকা করে নিয়েছেন অভিনেত্রী তাপসী পন্নু। অভিনয় ক্ষমতা, সোজা সাপটা কথা বলার জন্য প্রায়ই শিরোনামে আসেন বটে, কিন্ত ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই পছন্দ করেন। শেষমেশ সেই আড়াল একটু ভেঙেছেন অভিনেত্রী, মুখ খুলেছেন প্রেম জীবন নিয়ে। দীর্ঘ ৯ বছর ধরে প্রেমের সম্পর্কে আছেন, জানিয়ে দিলেন তাপসী।
মনের মানুষটি কে? ডেনমার্কের বাসিন্দার ব্য়াডমিন্টন প্লেয়ার ম্যাথিয়াস বো। ব্যস্ততার মাঝেও নিজেদের জন্য ঠিক সময় বের করে নেন তাঁরা, তবে সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি দেননা, ব্যক্তিগত জীবনকে একটু আড়ালেই রাখতে চান দুজনেই।
Lionel Messi : আর্জেন্টিনায় খেলা যাবে না, পিএসজি-কে দিতে হবে পূর্ণ সময়, কঠিন শর্ত কি মানবেন মেসি ?
সম্পর্ক গাঢ়, কিন্তু বিয়ে নিয়ে কোনও তাড়া নেই, স্পষ্ট জানিয়ে দিয়েছেন অভিনেত্রী।