বলিউডের ‘বিগ ফ্যাট ওয়েডিং’ ট্রেন্ডের যুগে, অভিনেত্রী তাপসী পান্নু হেঁটেছেন সম্পূর্ণ স্রোতের বিপরীতে। কাকপক্ষীতেও টের পায়নি, বিয়ে করেছেন তাপসী। গত ২৩ মার্চ উদয়পুরে দীর্ঘদিনের প্রেমিক তথা ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বোয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তাপসী। একেবারে জাঁকজমকহীন, ঘরোয়াভাবে শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের উপস্থিতে বিয়ে করেছিলেন তাপসী। অবশেষে প্রকাশ্যে এল, তাপসীর বিয়ের ঝলক।
বিয়েতে লেহেঙ্গা নয়, একেবারে লাল পাঞ্জাবি ট্রাডিশনাল কামিজ এবং পাটিয়ালাতে সেজেছিলেন নববধূ। হাতে চূড়া, চোখে সানগ্লাস এঁটে ভাংড়া নাচতে নাচতে বোয়ের কাছে গেলেন তাপসী। ম্যাথিয়াসের গলায় মালা দেওয়ার পর সাইকেলেও চড়তে দেখা যায় তাপসীকে। যদিও এখনও বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা করেননি তাঁরা।
Devi Chowdhurani: ভবানী পাঠকের বেশে বুম্বাদা! 'দেবী চৌধুরানি'-র একঝাঁক চরিত্রের ফার্স্টলুক প্রকশ্যে
বলিপাড়ার তারকাদের মধ্যে অনুরাগ কাশ্যপ এবং কণিকা ধিলোন সহ বেশ কয়েজনও উপস্থিত ছিলেন এই বিয়েতে।