বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক তরণ মজুমদারের (Tarun Majumdar) শারীরিক অবস্থা এখনও সংকটজনক । তাঁর স্বাস্থ্যের (Tarun Majumdar Health) অবনতি হয়েছে । হাসপাতাল থেকে পাওয়া শেষ খবর অনুযায়ী, তাঁর শরীরে রক্তশোধনের প্রক্রিয়া ব্যহত হচ্ছে । মস্তিষ্কে সাড়া দেওয়া ক্ষমতা কমেছে । T-Piece সাপোর্ট দিতে হচ্ছে । হিমোডায়ালিসিস চললেও ক্রিয়েটিনিনের মাত্রা এখনও অনেকটাই বেশি রয়েছে ।
জানা গিয়েছে, বহুদিন ধরেই তরুণ মজুমদারের কিডনির (Kidney) সমস্যা ছিল । চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর দুটো কিডনিতেই সমস্যা রয়েছে । বৃহস্পতিবার থেকেই ডায়ালিসিস চলছে তরুণ মজুমদারের । শুক্রবারও প্রায় চার ঘণ্টা ডায়ালিসিস করা হয় । সেক্ষেত্রে ক্রিয়েটিনিনের মাত্রা কমে ৩.৬ হলেও, স্বাভাবিকের থেকে বেশিই রয়েছে । যার ফলে উদ্বেগ বাড়ছে । এছাড়া, পরিচালকের শরীরে প্লেটলেট কম রয়েছে । মাঝে মাঝে গলার জায়গায় রক্তক্ষরণ হচ্ছে । যদিও, চিকিৎসকরা মনে করছেন, দুটো কিডনিতেই সমস্যা থাকার জন্য এধরনের ঘটনা স্বাভাবিক । কিডনির সমস্যা ছাড়াও সেপ্টিসেমিয়ায় আক্রান্ত তরুণবাবু । তারও চিকিৎসা চলছে ।
বেশ কয়েকদিন ধরেই এসএসকেএম হাসপাতালে ভর্তি তরুণ মজুমদার । তাঁর চিকিৎসায় ৫ জন চিকিৎসকের মেডিক্যাল বোর্ড গঠিত হয়েছে । সবসময় তাঁদের পর্যবেক্ষণে রয়েছেন ৯২-এর পরিচালক । একদিন আগেই তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় পরিচালক তিনি। ‘বালিকা বধূ’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘দাদার কীর্তি’, ‘ভালবাসা ভালবাসা’, ‘আলো’-র মত জনপ্রিয় ছবির কারিগর তিনিই।