দীর্ঘ লড়াই শেষে জীবনযুদ্ধে হার মানলেন পরিচালক তরুণ মজুমদার (Tarun Majumdar)। সোমবার সকাল ১১.১৭ মিনিটে প্রয়াত হলেন ৯২ বছরের বর্ষীয়ান পরিচালক । গত ১৪ জুন থেকে কিডনি ও ফুসফুসের সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। দীর্ঘ দু-দশক ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন।
রবিরার মধ্যরাত থেকেই তাঁর অবস্থার অবনতি হতে শুরু করে। ডায়ালিসিসের প্রয়োজন থাকলেও ডায়ালিসিস দেওয়া যায়নি তাঁকে। ১০০ শতাংশ ভেন্টিলেটরি সাপোর্টে রাখা হয়েছিল। কিডনির সমস্যা নিয়েই তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরে ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে তাঁর।
ছ'দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র পরিচালনার কাজ করে গিয়েছেন তরুণ মজুমদার। পরিচালক হিসেবে শিঁকে ছেঁড়ে ১৯৫৯ সালে। আর পয়লা সিনেমাতেই বাজিমাত! উত্তম-সুচিত্রার মতো হিট জুটি নিয়ে তৈরি করে ফেলেন চাওয়া পাওয়া। ৬২ সালে কাঁচের স্বর্গ সিনেমার জন্য প্রথমবার জাতীয় পুরস্কার হাতে তুলে নেন। এছাড়াও, বালিকাবধূ, কুহেলি, শ্রীমান পৃথ্বীরাজ, দাদার কীর্তি, ভালবাসা ভালবাসা, আপন আমার আপন-এর মতো একাধিক ব্লকবাস্টার সিনেমাও উপহার দেন দর্শককে।