প্রথা ভাঙছে ঐতিহ্যের অস্কার। ৬২ বছর পর এই প্রথম লাল নয় হলুদ কার্পেটের উপর দিয়ে হেঁটে কোডাক থিয়েটারে প্রবেশ করবেন তারকারা। রবিবারের এই অনুষ্ঠানের দিকে তাকিয়ে আপামর ভারতীয়। এই বছর অস্কারের দৌড়ে একাধিক বিভাগে রয়েছে একাধিক ভারতীয় সিনেমা। গোল্ডেন গ্লোবের পর অস্কারেও ট্রিপিল আরের দিকে তাকিয়ে থাকবেন ভারতীয় সিনেমাপ্রেমীরা। তার আগে প্রিয়াঙ্কা চোপড়ার উদ্যোগে হয়ে গেল জমকালো পার্টি। বলিউড তারকাদের পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিনিধি হিসাবে এই পার্টিতে ছিলেন নোবেলজয়ী মালালা ইউসুফজায়ীও।
৯৫তম অস্কারের অনুষ্ঠানে এবার বেশ কিছু বদল হয়েছে। এই বছর সেরা অভিনেতার তালিকায় রয়েছেন অস্টিন বাটলার, কলিন ফারেল, ব্রেন্ডন ফ্রেজার, পল মাসকেল এবং বিলি নাইট। সেরা অভিনেত্রীর তালিকায় মনোনয়ন পেয়েছেন কেট ব্যাঙ্ককেট, অ্যানা ডি আর্মস, অ্যানদেরা রাইসব্রো, মিশেলা উইলিয়ামস এবং মিশেলা ইও।
দ্যা ফেবেলম্যানসের জন্য সেরা পরিচালক হিসাবে এবার মনোনয়ন পেয়েছেন স্টিভেন স্পিলবার্গ। তাঁকে চ্যালেঞ্জ জানাবেন টড ফিল্ড, রবেন স্টুডল্যান্ড, মার্টিন ম্যাকডোনাগ এবং পরিচালক দ্বয় দুই ড্যানিয়েল।