দিন কয়েক আগেই ভরা বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে বেজায় বিপত্তি হয়েছিল। ঘটনায় মৃত্যু হয়েছিল চার জনের। এবার শিয়ালদহ মেইন শাখার অন্যতম ব্যস্ততম স্টেশন সোদপুরে লরির ধাক্কায় ভেঙে পড়ল ট্রেনের হাইগেজ। এর জেরে বন্ধ রয়েছে ৮ নম্বর রেলগেটের লেভেল ক্রসিং। যার জেরে বেজায় বিপত্তিতে নিত্যযাত্রীরা।
India Vs South Africa : লাল বলের লড়াইয়ে সেঞ্চুরিয়ানে তরুণরাই বাজি কোচ রাহুল দ্রাবিড়ের
কোনও হতাহতের খবর নেই এখনও পর্যন্ত, কিন্তু এর জেরে বড় বিপদের আশঙ্কা ছিল বলেই জানাচ্ছেন এলাকাবাসীরা। ওই ক্রসিং দিয়ে প্রতিদিন বহু মানুষ গাড়ি নিয়ে যাতায়াত করেন। কিন্তু রাস্তা বন্ধ থাকায় বেজায় সমস্যার মুখে পড়েছেন অনেকেই। অন্য রুট দিয়ে গাড়ি ঘুরে যাওয়ায় ব্যাপক যানজট তৈরি হয়েছে।