তিনি বাদশা, তিনি কিং, তিনিই বক্স অফিসের অবিসংবাদিত নম্বর ওয়ান। তাঁর রূপকথার মতো সুন্দর বাংলো 'মন্নত' যেখানে শেষ হয়, সেখানেই ল্যান্ডস এন্ড। আরব সাগরের শুরু। মনে হয়, তাঁর বিখ্যাত ডায়লগের রেশ ধরেই সিনেমার মতোই এভাবেই সুন্দর হয়ে যায় জীবনের শেষটাও। তিনি, শাহরুখ খান। যাঁর জন্মদিন এখন ভারতীয় বিনোদন জগতের রাজধানীর বচ্ছরকারের অন্যতম ব্যস্ত ইভেন্ট। যে দিন শুধু দু'হাত ছড়িয়ে দাঁড়ানো শাহরুখ খানকে এক পলক দেখার জন্য 'মন্নত'-এর সামনে এসে হাজির হন হাজার হাজার মানুষ। আর, যাঁরা শারীরিকভাবে হাজির থাকতে পারলেন না, তাঁরাও না না আবেগের মধ্যে দিয়ে মিশে থাকেন সেই ভিড়েরই একটি অংশ হয়ে। আটবার সেরা অভিনেতার ফিল্মফেয়ার পুরস্কার থেকে শুরু করে ফ্রান্স সরকারের সর্বোচ্চ পুরস্কার 'লিজিয়ঁ দ্য অনর' সবই তাঁর ঝুলিতে।
পরপর 'পাঠান' এবং 'জওয়ান'-এর মাধ্যমে বক্স অফিসের সোনার সময় ফের ফিরিয়ে এনেছেন তিনি। দুটি ছবিই ব্যবসা করেছে হাজার কোটি টাকার বেশি। তাঁর ভক্তদের এখন অপেক্ষা পরবর্তী ছবি 'ডানকি'-র জন্য। তাঁর আগেই বৃহস্পতিবার ৫৮ বছরে পা দিলেন 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'-র নায়ক।
তিন দশক ধরে তাঁর অন্তর্ভেদী দৃষ্টি, টোল পড়া হাসি আর প্রসারিত দুই বাহু ভালবাসা বিলিয়েছে অনর্গল। ভালবাসা যদি সংক্রামক হয়, তবে তা ঘৃণাকে কমজোরি করে দিতে পারে। ঘৃণা আর বিভাজনের রক্তবীজকে খোলা ময়দানে ঘাড় ধরে ফের দাঁড় করিয়ে দেবেন তিনি, এটুকুই আশা।