চার বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে সোমবার, ২৩ শে জানুয়ারি গাঁটছড়া বাঁধতে চলেছেন সুনীল কন্যা আথিয়া শেঠি এবং ভারতীয় ক্রিকেট দলের তারকা কে.এল রাহুল। বিয়ের সাজে এই জুটিকে একটিবার দেখতে অধীর আগ্রহে অপেক্ষারত ভক্তকূল।
জানা যাচ্ছে, দক্ষিণী রীতিতেই বিয়ে করবেন আথিয়া-রাহুল। দুজনের পরনেই থাকবে সব্যসাচী কালেকশন। সাদা ও সোনালী রঙে সেজে উঠছে বিয়ের পোশাক। গত রোববার সুনীলের খান্ডালার বিলাসবহুল প্রাসাদে বসেছিল তাঁদের মেহেন্দির আসর। আজ বিয়ে।
Athiya Shetty-Suniel Shetty: রূপকথার দিন, আজ আথিয়া রাহুলের বিয়ে, কী বললেন সুনীল?
বিয়ের দিন সকালেই অভিনেতা অজয় দেবগণ ইনস্টাগ্রামে আথিয়া এবং রাহুলকে তাঁদের আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। অজয় লিখেছেন, 'আমার প্রিয় বন্ধু সুনীল এবং মনাকে তাদের মেয়ে আথিয়ার বিয়ে উপলক্ষে জানাই অভিনন্দন, আমি রাহুল এবং আথিয়ার সুখী দাম্পত্য জীবন কামনা করছি।'