৩১ ডিসেম্বর রিলিজ হওয়ার কথা ছিল সারা দেশজুড়ে। কিন্তু ক্রমশ বাড়তে থাকা কোভিড গ্রাফ, এবং ওমিক্রন আতঙ্কের মাঝে শাহিদ কাপুর ম্রুনাল ঠাকুর অভিনীত 'জার্সি' ছবির প্রযোজকরা জানিয়ে দিলেন আপাতত সিনেমাহলে মুক্তি পাচ্ছে না ছবি।
লকডাউন-অতিমারীর কারণে চারবার পিছল ছবিটির রিলিজ। প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল ২০২০ সালের অগাস্টে, তারপর পিছিয়ে চলতি বছরের দীপাবলিতে দিন ঠিক হয়, ফের পিছিয়ে যায় তা।
২০১৯ এর তেলেগু ব্লকবাস্টার ছবির হিন্দি রিমেক হল জার্সি। দু'বছরের অপেক্ষার পর অবশেষে ছবির ট্রেলার মুক্তি পায় মাস খানেক আগেই।
হায়দার থেকে কবীর সিং, নানা ঘরানার ছবিতে নিজের প্রতিভা প্রমাণ করেছেন শাহিদ। ক্রিকেটের ওপর তৈরি ছবিতে এই প্রথম কাজ করলেন।