বাংলা ছবির স্টারেরা সবাই যে প্রথম থেকেই স্টার হতে চেয়েছিলেন, এমন নয়, এই যেমন অঙ্কুশ হাজরা, বরাবর ইচ্ছে ছিল বিজ্ঞানী হওয়ার, নিজেই শৈশবের ইচ্ছে নিয়ে মজা করেছেন অভিনেতা।
ফেসবুকে পোস্ট করে অঙ্কুশ জানালেন, সবাই তাঁর ইচ্ছের পাশে দাঁড়িয়েছিল, শুধু সাথ দেয়নি তাঁর মার্কশিট।
মাঝে মধ্যেই বান্ধবী ঐন্দ্রিলার সঙ্গে পৃথিবীর নানা প্রান্তে ঘুরে বেড়ান অঙ্কুশ, মাস তিনেক আগে গিয়েছিলেন আইসল্যান্ড, সেখানকারই একটি ভিডিয়ো আজ শেয়ার করেছেন টলি তারকা।