বলিউডের টাইগার- (Tiger Shroff) যে এখন দিশাহীন (Disha Patani), সে খবর সামনে এসেছিল আগেই। তবে এবার করণের সঙ্গে কফির চুমুকে আরেকটু বেশি স্পষ্ট করলেন নিজের লাভ লাইফ। বলছি জ্যাকি পুত্র টাইগার শ্রফের কথা। দীর্ঘ ছ'বছর ধরে চুটিয়ে প্রেম করার পর টাইগার এখন 'সিঙ্গল'। রেডি টু মিঙ্গল কিনা জানা নেই যদিও।
দিশা পাটানির সঙ্গে ব্রেক আপ হয়েছে জ্যাকি পুত্রের। তাহলে এখন তিনি কার সঙ্গে? দিশার প্রসঙ্গ আসতেই টাইগার বলেন তিনি সিঙ্গল। সম্পর্কে নাকি কখনওই ছিলেন না। আর তাঁর নাকি বরাবর ভাল লেগেছে শ্রদ্ধা কাপুরকে, স্কুল জীবন থেকেই, কিন্তু কোনোদিন জানাতে পারেননি। টাইগার- শ্রদ্ধার জুটি দর্শকদের মন কেড়েছে বাঘি সিরিজে।
বলিপাড়ায় দিশা পাটানি আর টাইগার শ্রফের সম্পর্ক ছিল ওপেন সিক্রেট। প্রকাশ্যে বহুবার তাঁদের অন্তরঙ্গতার প্রমাণ পেয়েছেন পাপারাৎজিরা। বিমানবন্দর থেকে রোম্যান্টিক ডেটে তাঁদের হাতে হাত রাখা ছবি ক্যামেরাবন্দি হয়েছে অসংখ্য। কিন্তু মুখে কিছুই বলেননি কখনও দুজনেই। এভাবেই কেটেছে প্রায় ছয় বছর। সময়ে বাড়লে সম্পর্ক মজবুতও যেমন হয়, আবার কোন ফাঁকে ঘুণও ধরে। দিশা-টাইগারের ক্ষেত্রেও তেমনই হয়েছে।