মেয়েদের বয়স, জানতে নেই। সেলেব্রিটিদের তো বয়স আরওই জানতে নেই। কিন্তু জন্মদিন জানতে বাধা নেই। হইহই তেও বাধা নেই। জমিয়ে সেলিব্রেট হল নীলাঞ্জনার জন্মদিন। স্বামী যিশু একা নন, নীলাঞ্জনার জন্মদিনের উদযাপনে শামিল হলেন একঝাক তারকা।
টেলি তারকাদের অনেকেই, অঙ্কিতা চক্রবর্তী, লাভ বার্ড শোভন-স্বস্তিকা থেকে রিদ্ধিমা, সকলে মিলে হইহই করে জন্মদিনের কেক কাটা হল। যিশু-নীলাঞ্জনার দুই মেয়ে তো ছিলই। সব মিলিয়ে জন্মদিন জমজমাট।
আনন্দ-আয়োজনের মুহূর্ত ধরা থাকল অঙ্কিতার ইন্সটা ভিডিওতে।