আজ শনিবার মহা শিবরাত্রি। হিন্দু ক্যালেন্ডার মতে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতেই শিবলিঙ্গ রূপে আবির্ভূত হন মহাদেব৷ শিবের জ্যোতির্লিঙ্গের প্রকাশ হিসেবে ফাল্গুন মাসেই উদযাপিত হয় মহা শিবরাত্রি। সারাদিন উপোস থেকে মহাদেবের মাথায় জল ঢালার রীতি রয়েছে। সাধারণ থেকে তারকা সকলেই এই বিশেষ দিনে মহাদেবের কাছে প্রার্থনা করেছেন, উপাসনা করেছেন। ইন্সটাগ্রামে শিবরাত্রির শুভেচ্ছা জানিয়েছেন নবাব কন্যা সইফ আলি খান, অজয় দেবগণ, টলিউডের শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মতো তারকারা৷
সারা আলি খান- কখনও কেদারনাথের ধাম তো কখনো সাই বাবার মন্দিরে, এর আগেও বহুবার সারার শিব ভক্তির নজির মিলেছে সোশ্যাল মিডিয়ায়। আজ একগুচ্ছ ছবি শেয়ার করে 'জয় ভোলেনাথ' ক্যাপশন লিখে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন 'কেদারনাথ' অভিনেত্রী৷
অজয় দেবগণ - বলিউড তারকা অজয় দেবগণ সিনেমা 'ভোলা'র বেশ কিছু ছবি ভাগ করে শুভেচ্ছা জানিয়েছেন।
শুভশ্রী গঙ্গোপাধ্যায়- বাড়িতে ঘরোয়া শিবরাত্রি পালনের ছবি দিয়ে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।