'সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল...'হলেও এখন কিন্তু গোটা দেশকে এক সুতোয় বেঁধে রাখে রাজার খেলা ক্রিকেট। সেই খেলাতেই রাজকীয় জয়গাঁথা রচনা করল মেন ইন ব্লু। কলকাতায় বসে বার্বাডোজে স্বপ্ন-রাতের সাক্ষী গোটা টলিউড।
মিমি-সৌরসেনী দুজনেই ইতিহাস রচনার সেই মুহুর্ত শেয়ার করেছেন নিজেদের ইন্সটা স্টোরি-তে। স্বপ্ন সত্যি হওয়ার মুহূর্তে হার্দিকের চোখে জল। সেই ছবি পোস্ট করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ১৭ বছরের অপেক্ষার অবসানের মুহুর্তে ঘরে থাকতে পারেননি সৃজিত মুখোপাধ্যায়। বেরিয়ে পড়েছিলেন ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে। প্রিয়াঙ্কা সরকারও ইন্সটা স্টোরিতে শেয়ার করেছেন মেন ইন ব্লু-এর জয়গাঁথা।
এই মুহুরতে ওয়েব সিরিজের শুটিং করছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং হুমা কুরেশি। দুজনের ইন্সটা স্টোরি বলে দিচ্ছে, টিম ইন্ডিয়ার ম্যাচ দুজনে একই সঙ্গে উপভোগ করেছেন শনিবার রাতে।