গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব, তার শেষ দফায় ভোট কলকাতা সহ ৯ টি কেন্দ্রে। উৎসবে শামিল টালিগঞ্জের এক ঝাঁক সেলেব।
শনিবার দুপুরে সপরিবারে ভোট দিলেন কোয়েল মল্লিক। অভিনেত্রীর সঙ্গে ছিলেন মা দীপা মল্লিক, এবং বাবা রঞ্জিত মল্লিক। প্রতিবারের মতোই ভবানীপুরের স্কুলে লাইন দিয়ে ভোট দিলেন কোয়েল।
ঋতাভরী চক্রবর্তী মা শতরূপা সান্যাল এবং দিদি চিত্রাঙ্গদার সঙ্গে ভোট দিয়ে সেই ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ভোট সেলফি পোস্ট করেছেন দর্শণা বনিকও।
শেষ দফার ভোটে বাবা-মায়ের সঙ্গে ভোট দিয়েছেন অভিনেত্রী সন্দীপ্তা সেনও। বাবা-মায়ের সঙ্গে ভোটের ছবি শেয়ার করলেন দেবলীনা কুমারও। শেষ দফায় ভোট দিয়েছেন গত বিধানসভার বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তী।