সাত বছরের অপেক্ষার অবসান । ২০ মে মুক্তি পাচ্ছে 'উইন্ডোজ প্রোডাকশন হাউজ'-এর বহু প্রতীক্ষিত ছবি ‘বেলাশুরু’ (Belashuru)। তার আগে একাধিক চরিত্রের প্রথম লুক একে একে প্রকাশ্যে আসছে । শুক্রবারই প্রকাশ্যে এল ছবিতে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের (Anindya Chatterjee) প্রথম লুক ।
'বেলাশেষে' ছবিতে মনামী ঘোষের বিপরীতে দেখা গিয়েছিল অনিন্দ্য চট্টোপাধ্যায়কে । বাড়ির ছোট জামাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন । এবারও 'বেলাশুরু'-তে ছোট জামাই ফিরছে । মূলত, ‘বেলাশেষে’-এর প্রায় সব অভিনেতারাই ‘বেলাশুরু’র অংশ
আরও পড়ুন, Anushka Sharma: 'চাকদা এক্সপ্রেস'-এর জন্য অনুশীলনের ভিডিয়ো শেয়ার করলেন অনুষ্কা শর্মা
তবে, ‘বেলাশেষে'-এর সিক্যুয়েল নয় এই ছবি । একেবারে নতুন পারিবারিক গল্প দেখানো হবে । কয়েকদিন আগেই মনামী ঘোষ, অপরাজিতা আঢ্য, ঋতুপর্ণা সেনগুপ্তর ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে । আপাতত ছবির মুক্তির অপেক্ষায় রয়েছেন দর্শকরা ।