দুই বাংলাকে মিলিয়ে দিতে চাইলেও, কিছু মানুষ যেন আজও ভেদাভেদেই বিশ্বাসী। তাই বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের পর ওপার বাংলার অনেকেই তা নিয়ে মিম, ট্রোল, হাসি ঠাট্টার বন্যা বইয়ে দিয়েছেন। যখন দুই বাংলার শিল্পীরা ক্রমেই এই কাঁটাতার মুছে দিতে চাইছেন, তখন এই ‘ভাগাভাগির’ বিরুদ্ধে সরব হন চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)।
Mimi Chakraborty : মুখে অরুচি মিমির, স্বাদ ফেরাতে রান্নাঘরে কী বানাচ্ছেন ডিভা ?
ভারতের বিরুদ্ধে একের পর এক এই কুরুচিপূর্ন মন্তব্যের বিরুদ্ধে সংবাদ মাধ্যম আজতক বাংলার কাছে চঞ্চল বলেন, “খেলাকে আর মানুষ শুধু মাঠের মধ্যেই সীমাবদ্ধ রাখছে না। এটাই আমার খারাপ লাগার জায়গা। খেলাতে হার-জিত থাকেই, তবে সেটার ফলে এমন হিংসার ছবি প্রকাশ্যে আসা কাম্য নয়। “
চঞ্চলের এই বক্তব্য ভাইরাল হতেই পদ্মাপাড়ে শোরগোল। উল্টে তিনিই পড়েছেন প্রবল কটাক্ষের মুখে, কেউ কেউ বলছেন আজকাল কলকাতায় যাতায়াত বেড়েছে বলেই চঞ্চল ভারতের হয়ে সুর ছড়াচ্ছেন। দিন কয়েক আগেই বাংলাদেশের এই ‘বিকৃত’ উল্লাসের বিরোধিতা বিরোধিতা করেছিলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তীও (Ritwick Chakraborty)।