ছোট পর্দার ‘বামদেব’ সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury) যে ওয়েব সিরিজে (Web Series) ডেবিউ করছেন, এখবর আগেই প্রকাশ্যে এসেছিল । এবার সামনে এল ওয়েব সিরিজ 'ভাগাড়'-এর পোস্টার (Web Series 'Bhagar' Poster) । সিরিজটি মুক্তি পাচ্ছে ক্লিক ওয়েব প্ল্যাটফর্মে (KLIKK)। এই সিরিজে আরও এক চমক হল ঐন্দ্রিলা (Aindrila Sharma) ও সব্যসাচীকে (Sabyasachi Chowdhury in Web Series ) একসঙ্গে দেখতে পাবেন দর্শকরা । তবে, জুটি হিসেবে দেখা যাবে না তাঁদের ।
পোস্টারে দেখা যাচ্ছে, একটা ভাগাড়ের ছবি । তার মাঝেই সাদা চেক শার্ট পরা এক ব্যক্তি মাথায় হাত দিয়ে বসে আছে । আর উপর থেকে ঝুলছে ফাঁসির দড়ি । ওই ব্যক্তি সব্যসাচীই । এক সংবাদমাধ্যমকে অভিনেতা জানিয়েছেন, হারতে হারতে জিতে যাওয়া এক মানুষের গল্প বলবে এই সিরিজ । যে মানুষটা আত্মহত্যা করতে চাইত,অবসাদে ভুগত, সে হঠাৎ করে কীভাবে জীবনমুখী হয়ে উঠল, তারই গল্প বলবে 'ভাগাড়' । সব্যসাচী ও ঐন্দ্রিলা ছাড়া সিরিজে অভিনয় করছেন রজতাভ দত্ত, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, অম্লান মজুমদার, প্রীতম দাস, পূজা সরকার, সুমন্ত মুখোপাধ্যায়রা ।
আরও পড়ুন, Nachiketa's short film: বেকারত্বের সমস্যা নিয়ে নচিকেতার শর্টফিল্ম, অভিনয়ে পরমব্রত, অপু বিশ্বাস
২০১৮ সালের কথা মনে আছে ? যখন পাড়ার দোকান থেকে নামজাদা হোটেলের হেঁশেল পর্যন্ত হানা দিয়ে উদ্ধার করা হয়েছিল ভাগাড়ের মাংস, তখন কী অবস্থা হয়েছিল ভোজনরসিক বাঙালির ? সেই প্রেক্ষাপটকেই সিনেমায় তুলে আনবেন পরিচালক অম্লান মজুমদার । শুধু সমাজের আবর্জনার গল্প শোনাবে, শুধু সমাজ নয় একটা পরিবারে কীভাবে সর্বত্র জমে আবর্জনা জমে যায়, সেই সমস্যার কথাই তুলে ধরবে এই সিরিজ । সমাজের উদ্দেশে এক বার্তা দেবে 'ভাগাড়'।