সোমবারই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঐন্দ্রিলার জন্য মিরাকলের প্রার্থনা করেছিলেন সব্যসাচী চৌধুরী । মঙ্গলবার জানা গেল, ভাল নেই ঐন্দ্রিলা । তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল নয় । রক্তচাপ ওঠা-নামা করছে । মস্তিষ্কে ফের রক্ত জমাট বেঁধেছে । যা নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে । হাসপাতাল সূত্রে খবর,ভেন্টিলেশনের মাত্রা বাড়ানো হয়েছে । সংকটজনক অভিনেত্রী ।
হাসপাতালের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার স্ক্যান রিপোর্টে দেখা যায়, ঐন্দ্রিলার মাথার যে পাশে অস্ত্রোপচার হয়েছিল,তার বিপরীত দিকে রক্ত জমাট বেঁধেছে । তা আকারে এতই ক্ষুদ্র যে অস্ত্রোপচার করা যাবে না। ওষুধ দিয়ে কমানোর চেষ্টা করা হচ্ছে । ইতিমধ্যেই আগের ওষুধ বদলে নতুন অ্যান্টিবায়োটিক চালু করা হয়েছে । এদিকে, সংক্রমণ এখনও কমেনি, তাই জ্বরও রয়েছে ঐন্দ্রিলার । ক্রমে তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে । সবসময় কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে ঐন্দ্রিলাকে ।
সব্যসাচী সোমবার সন্ধেয় ফেসবুকে পোস্ট করে অনুরাগীদের কাছে ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করার অনুরোধ করেছেন । লিখেছেন, "ঐন্দ্রিলা একটা অমানসিক লড়াই লড়ছে সব প্রতিকূলতার বিরুদ্ধে। ঐন্দ্রিলাকে সুস্থ করে তুলতে অলৌকিক কিছু ঘটার প্রার্থনা করুন ।" তারপর থেকে ঐন্দ্রিলার সুস্থতা কামনায় প্রার্থনা করে চলেছেন টলিউড তারকা থেকে সাধারণ মানুষ । পরমব্রত চট্টোপাধ্যায়, জীতু কমল থেকে ছোট পর্দার অভিনেত্রী কাঞ্চনা মৈত্র, মিশমি দাস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফের সুস্থ, হাসি-খুশি ঐন্দ্রিলাকে ফিরে পাওয়ার প্রার্থনা করেছেন ।