Aparajito Controversy : 'অপরাজিত'-র বিরুদ্ধে প্লট চুরির অভিযোগ, ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে আইন নোটিস

Updated : Jun 06, 2022 13:20
|
Editorji News Desk

একদিন আগেই অনীক দত্তের (Anik Dutta) 'অপরাজিত' (Aparajito)-এর বিরুদ্ধে প্লট হাইজ্যাকের অভিযোগ এনেছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) । এবার পরিচালক অনীক দত্ত ও দুই প্রযোজক ফিরদৌসল হাসান, প্রবাল হালদারকে আইনি নোটিস পাঠাল সাধু ব্রাদার্স এন্টারটেইনমেন্ট প্রোডাকশন হাউস । নোটিসে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়েছে ওই প্রযোজনা সংস্থা ।

নোটিসে বলা হয়েছে,অপরাজিত নির্মাণে কপিরাইট আইন লঙ্ঘন করা হয়েছে । প্রযোজনা সংস্থার দাবি, প্রসেনজিৎ ঘোষের লেখা চিত্রনাট্যের একাংশ চুরি করা হয়েছে । সত্যজিৎ রায়ের পথের পাঁচালি নিয়ে ছবি তৈরির ভাবনা প্রথম তাঁদেরই । অনীক দত্তের নয় । ২০১২ সাল থেকে ছবি তৈরির কাজ শুরু করেছিলেন তাঁরা । টাকার অভাবে কাজ থমকে ছিল । এর মধ্যে সেখান থেকে প্লট চুরি করে অনীক দত্ত ছবি তৈরি করেছেন । শুধু তাই নয়, ‘অপরাজিত-র (Aparajito Controversy) প্রযোজনা সংস্থার তরফে কোথাও ‘সাধু ব্রাদার্স এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউস’-এর কাছে কৃতজ্ঞতা বা ঋণ স্বীকার করা হয়নি । 'বিষয় পথের পাঁচালি'-র প্রযোজনা সংস্থার তরফে আইনজীবী অয়ন চক্রবর্তী জানিয়েছেন, "নোটিস পাঠানো হয়েছে । উত্তরের জন্য সাতদিন অপেক্ষা করা হবে । তারপর পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ।”

আরও পড়ুন, Aparajito Controversy : 'থিম কি হাইজ্যাকড ?' অপরাজিত-র ভাবনা মৌলিকতা নিয়ে প্রশ্ন তুললেন কুণাল ঘোষ
 

নোটিসে আরও একটি সাংঘাতিক অভিযোগ তোলা হয়েছে । 'বিষয় পথের পাঁচালি'-র জন্য যখন প্রযোজকদের সন্ধান চলছিল ,তখন ‘অপরাজিত’-এর প্রযোজক ফিরদৌসল হাসানকেও গল্প শোনানো হয়েছিল । প্রশ্ন উঠছে, সেখান থেকেই প্লট চুরি হয়নি তো ?

শনিবার একটি টুইটে ‘অপরাজিত’ ছবির ভাবনা কতটা মৌলিক, সেই বিষয়ে প্রশ্ন তোলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ । তিনি লেখেন, " 'অপরাজিত' ছবিটি কি মৌলিক ভাবনা ? ২০১২ -তে নথিভুক্ত পথের পাঁচালি তৈরির ছবিটির শুটিং চলছে । নানা কারণে দেরি । এক থিমে ছবি । জেনে নাকি না জেনে ? প্রচারের চাপে আসল টিম কোণঠাসা ? তাঁদের ছবির কাজ চলছে । সেই ছবিটিও মুক্তি পাবে । টলিউড, থিম কি হাইজ্যাকড হল ? তদন্ত হোক ।" এই মন্তব্যকে কেন্দ্র করেই নতুন করে বিতর্ক তৈরি হয় ।

যদিও, অনীক দত্ত এই অভিযোগ অস্বীকার করেন । তিনি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ চেয়েছেন ।

TollywoodAparajitoanik dutta

Recommended For You

editorji | বিনোদন

Dev Khaadan : 'ব্যোমকেশ নাকি চ্যালেঞ্জ' কোন দেবের প্রেমে দর্শক ? ঘুরে দেখল এডিটরজি বাংলা

editorji | বিনোদন

Dev Khaddan : ছক ভেঙে মধ্যরাতে মুক্তি, পুষ্পাকে দেবের রির্টান গিফট খাদান

editorji | বিনোদন

Khadaan vs Pushpa 2: আল্লুর দাপটে কোণঠাসা দেব? 'পুষ্পা' বনাম 'খাদান', কার পাল্লা ভারী? খোঁজ নিল এডিটরজি

editorji | বিনোদন

Khadaan VS Sontan : দেবের খাদান নাকি মিঠুনের সন্তান, কার পাল্লা ভারী ?

editorji | বিনোদন

Emraan Hashmi Kissing : স্ত্রীয়ের চড় থেকে নায়িকার মুখের দুর্গন্ধ, ইমরান হাসমির 'কিস'-কা কিস্সা