অঙ্কুশ হাজরার (Ankush Hazra) আগামী ছবি ‘মির্জা’ (Mirza) নিয়ে সমস্ত রটনা রয়েছে ভুয়ো তা বলে দাবি করলেন অভিনেতা। বেশ কিছুদিন ধরেই এই ছবি নিয়ে নানা খবর সামনে আসছে। কথা ছিল এবছর ঈদে মুক্তি পাবে ছবি। অঙ্কুশ জানালেন , দেরি হলেও প্রতিশ্রুতি তিনি ভাঙছেন না। অর্থাৎ এই ঈদে সম্ভব না হলেও, আগামীতে যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি পাবে মির্জা।
Bawaal-Eiffel Tower: আইফেল টাওয়ারে গ্র্যান্ড প্রিমিয়ার, নজির গড়ল জাহ্নবী-বরুণের 'বাওয়াল'
এদিন ইনস্টাগ্রামে লম্বা চিঠিতে নিজের ভক্তদের একথা জানান অঙ্কুশ। তিনি সাফ জানান, ‘অফিসিয়ালি তাঁর টিম কিছু না জানালে কোনও কিছুকেই সত্যি বলে ধরবেন না।’ উল্লেখ্য গত কয়েকদিন ধরেই মির্জা নিয়ে টালবাহানা চলছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। খবর মিলেছিল মোশন পিকচার্স কাজ করতে চাইছে না নেক্সজেন ভেঞ্চার্সের সঙ্গে। তবে এই সব জল্পনাই উড়িয়ে দিয়েছেন অঙ্কুশ।