আজ কোজাগরী লক্ষ্মী পুজো। আল্পনা এঁকে, শঙ্খ বাজিয়ে এদিন ঘরে ঘরে দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়। টলিপাড়ার দাপুটে অভিনেত্রী অপরাজিতা আঢ্য প্রতিবছরই ঘটা করে লক্ষ্মীপুজো করে থাকেন। এবারেও তার অন্যথা হল না। নিজের হাতে মা লক্ষ্মীকে সাজানোর ভিডিও শেয়ার করলেন অপরাজিতা। ক্যাপশনে তিনি জানিয়েছেন, এবছর দেবীর সাজ আনা হয়েছে মায়াপুর থেকে।
Sayantani Guhathakurta: হাসপাতালে সায়ন্তনী, চলছে স্যালাইন, কী হয়েছে অভিনেত্রীর?
লম্বা ক্যাপশনে লক্ষ্মীকে সাজানোর ভিডিও শেয়ার করে অপরাজিতা লিখেছেন , ‘আমার এবছরের মা লক্ষ্মীর সাজ এবারে মা লক্ষ্মীর যে পোশাক এবং যে গয়না সেটা মায়াপুর থেকে আমার এক বোন পাঠিয়েছেন (দেবযানি) তার বাড়ি আমরা ঘরে ঘরে zee বাংলার জন্যে গিয়েছিলাম তার গোপাল আছে এবং তার গোপাল আমার মা লক্ষীকে অর্থাৎ তার বউকে তার পোশাক এবং গয়না পাঠিয়েছে ন তাই মা এবারে চটপট করে খুব সুন্দর ভাবে সেজে নিয়েছে।’