সেই সন্তানের মুক্তি নিয়ে গত কয়েকদিন দুশ্চিতায় ছিল। কারণ, নিজের খাদান নিয়ে গত কয়েকদিনে বাংলার বিভিন্ন কোণে ছুটেছিলেন তিনি। কিন্তু হল কোথায় ? মাল থেকে মেদিনীপুর, সর্বত্র পুষ্পা রাজের দাপট। দেশব্যাপী ৪৬ হাজার সিঙ্গল স্ক্রিনে এই ছবি মুক্তি পেয়েছে। সেখানে কোথায় দাঁড়াবে বাংলা ছবি ?
এই প্রশ্ন যখন, তখন দক্ষিণী ছবির ফর্মূলাতেই পুষ্পাকে উত্তর ফিরিয়ে দিলেন তিনি। তিনি দেব। তিনি ম্যাজিশিয়ান। তাই তাঁর মগাস্ত্রেই বাংলা সিনামেরা দর্শক মধ্যরাতে ছুটলেন খাদান দেখতে। রায়গঞ্জ সাক্ষী রইল রাত দুটোর সময় প্রথম কোনও বাংলা ছবির মিডনাইট শো দেখার জন্য।
জানা গিয়েছে, অগ্রিম বুকিং খোলার ১০ মিনিটের মধ্যেই হাউজফুল খাদান। বক্স অফিসের দাবি, পুষ্পাকে হটিয়ে বাংলায় মোট ১৪০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে দেবের এই ছবি। আটচল্লিশ ঘণ্টা আগের উদ্বেগ কাটিয়ে স্বস্তিতে দেব। বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়েছেন।
দেবের এই কৌশলকে কুর্নিশ জানিয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো পরিচালক। পরিচালকের দাবি, বাংলা সিনেমার ব্যাকারণ ভেঙে দিয়েছেন অভিনেতা দেব। বক্স অফিসের দাবি, বাংলা সিনেমা কেন দক্ষিণী সিনেমাও এত সাহসী সিদ্ধান্ত এখনও নিতে পারেনি।
দক্ষিণী পরিচালক অ্যাটলির হাত ধরে পাঠানের পর বড় পর্দায় ফিরেছিলেন শাহরুখ খান। কলকাতা সেই ছবি দেখেছিল ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে। নিউটাউনের মিরাজ ছিল সেই শোয়ের সাক্ষী। বক্স অফিসের মতে, বাংলার মাটিতে এই প্রথম দক্ষিণী সিনেমাকে রুখে দিলেন দেব। প্রসেনজিৎ থেকে জিৎ, এতদিন এই লড়াই থেকেই ছিটকে যেতেন। কিন্তু দেব জমি ছাড়েননি।
তবে প্রশ্ন উঠছে, হল না পাওয়া জিগির তুলে কী খাদানের মুক্তির আগে একটা পাবলিসিটি স্ট্যান্ট দিতে চেয়েছিলেন দেব ? অভিনেতার পাশাপাশি তিনি সাংসদ। তিনি সাংসদ শাসক তৃণমূল কংগ্রেসে। তাঁর সিনেমা মুক্তির আগে হল পাচ্ছে না, এটা যেন হজম করা অসুবিধা হচ্ছিল এক শ্রেণির মানুষের কাছে। কারণ, টলিউডের অন্দরে কান পাতলেই শাসক দলের নেতাদের দাপাদাপির নিয়েই অভিযোগের কথা বেশি শোনা যায়।
তবে দেব ঘনিষ্ঠদের দাবি, খাদান নিয়ে শুরু থেকেই নিজেকে গড়েছেন আবার ভেঙেছেন দেব। যেখানে ১৫ দিনের মধ্যে এখন বাংলা ছবির সিডিউল শেষ হয়ে যায়, সেখানে খাদানের আউটডোর শুট শেষ হতেই সময় লেগেছে প্রায় সাড়ে তিন মাস। তাই প্রতি ক্ষেত্রেই ছক ভাঙা এই খাদান।
মুক্তিতেও সেই ছকভাঙা পথেই চললেন অভিনেতা দেব। পুষ্পার গ্রাস থেকে বাংলার বাজারকে ছিনিয়ে আনলেন তিনি। জন্মদিনের আগে খাদান উপহার দিয়ে আল্লু অর্জুনকে রির্টান গিফট ফিরিয়ে দিলেন দেব।