প্রকাশ্যে এসেছে মৈনাক ভৌমিকের নতুন ছবি 'চিনি ২' এর ট্রেলার। যেখানে বাড়িওয়ালা ভাড়াটের নতুন সম্পর্কের সমীকরণ ধরা পড়েছেন মধুমিতা এবং অপরাজিতা।
ছবিতে মুখ্য চরিত্র চিনি ওরফে মধুমিতা সরকার এবং মিষ্টি ওরফে অপরাজিতা আঢ্য। তাঁদের জীবনের নানান ওঠাপড়া ঘিরেই ছবির গোটা গল্প। আর এই ছবিতে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তী অর্থাৎ 'একেন বাবু'কে। এই ছবিতে অপরাজিতার স্বামীর ভূমিকায় অভিনয় করছেন তিনি।
আরও পড়ুন - তাঁর পারিশ্রমিক দিতে হিমসিম বাংলার প্রযোজকরা, তাই বলিউডেই বেশি কাজ স্বস্তিকার!
ট্রেলার দেখে বোঝা যাচ্ছে অপরাজিতার বাড়িতে ভাড়া এসেছেন মধুমিতা। প্রথম দিকে তাঁদের সম্পর্ক ভাল না হলেও ধীরে ধীরে সম্পর্কের সুতোয় বাঁধা পড়েন তাঁরা। বোঝা যায় তাঁদের ক্রাইসিসটা আসলে একই, তাঁরা প্রাধান্য পান না নিজেদের মনের মানুষের কাছে।