'কিশমিশ'-এর নতুন গান মুক্তির দিন দেব জানিয়ে দিয়েছিলেন, ২৯ এপ্রিলই রুক্মিণীকে বিয়ে করছেন তিনি । কিন্তু, তিনি আদৌ ওইদিন বিয়ে করছেন নাকি মজার ছলে বলেছেন, তা নিয়ে ধোঁয়াশা ছিল । এবার এই বিষয়ে অবশেষে মুখ খুললেন দেব ।
সম্প্রতি, এক অনলাইন পোর্টালের অনুষ্ঠানে দেব জানিয়েছেন, ২৯ এপ্রিল বিয়ে হবে । তবে, টিনটিন আর রোহিণীর । দেব ও রুক্মিণী টিনটিন আর রোহিণী হয়েই বিয়ে করবেন রাহুল মুখোপাধ্যায়ের প্রথম ছবি ‘কিশমিশ’-এ ।' এতো গেল ছবির কথা, বাস্তব জীবনে কবে গাঁটছড়া বাঁধছেন অভিনেতা ? প্রশ্নের উত্তরে দেবের রসিকতা "আর বড়জোর এক বছর । এই প্রশ্ন বদলে যাবে । সবাই জানতে চাইবেন, দেব তুমি এখনও বিবাহিত?" এরপরেই অভিনেতা জানিয়েছেন, যে হারে বিয়ে ভাঙছে তাতে পারস্পরিক সম্মান, বন্ধুত্ব বজায় রেখে সুস্থ সম্পর্ক বাঁচিয়ে নিয়ে যাওয়াই বড় কথা । সেটা তাঁর আর রুক্মিণীর মধ্যে এখনও আছে । এই ধারা বজায় রাখতে চান তিনি ।
আরও পড়ুন, Sidharth-Kiara : বলিউডে ফের বিচ্ছেদ, প্রেম ভাঙল সিদ্ধার্থ-কিয়ারার !
ওই অনলাইন পোর্টালের অনুষ্ঠানে দেবের সঙ্গেই ছিলেন রুক্মিণী । বিয়ে তাঁর কী মত ? রুক্মিণী জানালেন বিয়েতে তিনি বিশ্বাসী । এই বিষয়টাকে তিনি অত্যন্ত শ্রদ্ধা করেন । এরপরেই হালকা রসিকতার সুরে জানান, যে বছর কেউ প্রশ্ন করবেন না বিয়ে নিয়ে সে বছর তাঁরা বিয়ের পিঁড়িতে বসবেন । দেব-রুক্মিণীর এই উত্তরে স্বাভাবিকভাবে মন ভেঙেছে অগণিত ভক্তের ।
'কিশমিশ' ছবির প্রমোশন নিয়ে এখন দুজনেই খুব ব্যস্ত । ২৯ এপ্রিল মুক্তি পাচ্ছে এই সিনেমা । পড়াশোনায় ডাহা ফেল 'কিশমিশ' ছবির নায়ক । নিজের পরিচয় দেয় 'ফেলু দা' বলে । নায়িকা রোহিণী খুবই স্মার্ট । দেব থুড়ি কৃশানুকে পাত্তা দেয়না মোটে । তারপর হঠাৎ তাঁদের মধ্যে প্রেম...অভিমান, একের পর এক মোড় আসবে গল্পে ।