কেবলই বাইরে যুদ্ধ করে চলে মানুষ, কিন্তু বিনোদন দুনিয়ার বোঝাপড়া কিন্তু আলাদা। ঝগড়া, বিচ্ছেদ,সম্পর্ক সব সমীকরণই খুব বেশিদিন চিরস্থায়ী হয় না।
এই যেমন দেব এবং সৃজিতকে নিয়ে কিছুদিন আগে আলোচনা তুঙ্গে উঠেছিল। অথচ দেব সৃজিত আগেই জানিয়েছিলেন তাঁরা শিগগিরিই একসঙ্গে ছবি করবেন। সেই মতো কথা পাকাও হয়ে গিয়েছে। শুধু তাই নয় ছবির কাস্টেও চমকের শেষ নেই। দেব, রুক্মিণী বাদেও ছবিতে অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়। সঙ্গীত পরিচালনা করবেন অনুপম রায়। অথচ দিন কয়েক আগেই পরম-অনুপমাকে নিয়ে কার্যত আড়াআড়ি বিভাজন হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া।
শোনা যাচ্ছে, ছবির নাম ‘টেক্কা’, প্রযোজনা করবে দেবের সংস্থা, জানুয়ারি থেকেই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা।