গিরগিটি তো রং বদলায় । আর মানুষের? চামড়ার রং বদলায় না ঠিকই, তবে চারিত্রিক রং তো পাল্টায় । ঋতুবদলের মতো কাছের মানুষগুলোর রং বদলাতে দেখেছেন অনেকেই । মানুষের এই রঙ পাল্টানোর গল্পই এবার বড়পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক অর্পণ সরকার। ছবির নাম 'গিরগিটি'।
আগামী ৭ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। তার আগে বুধবার শহরের একটা ক্যাফেতে হয়ে গেল ছবির ট্রেলার এবং মিউজিক লঞ্চের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ছবির দুই মুখ্য চরিত্র সৌরভ দাস ও পায়েল রায়। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন জ্যামি বন্দ্যোপাধ্যায়, স্বাতী মুখোপাধ্যায়, ফুডব্লগার কমলিকা দে। থ্রিলার ঘরানার এই ছবির গান বেঁধেছেন নীল আকাশ রায়, অরিন দাস এবং সোম সুমন। গান গেয়েছেন সঙ্গীতশিল্পী অঙ্কিতা ভট্টাচার্য।