লন্ডন । বিভিন্ন জায়গার মানুষ, বিভিন্ন ভাষার মানুষ । তার মাঝে চার প্রবাসী বাঙালি, যাদের জীবনে রয়েছে এমন কিছু রহস্য 'যার নাগাল পাওয়া যায় না' । একেবারে অন্যরকম আঙ্গিকে, নতুন সিনেমা নিয়ে আসছেন পরিচালক অতনু ঘোষ । সম্প্রতি, ছবির প্রথম পোস্টার লুক সামনে এসেছে । ছবিটি মুক্তি পাচ্ছে ২ ডিসেম্বর ।
চার প্রবাসী বাঙালির ভূমিকায় অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য, অনিন্দিতা বসু এবং বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিন । চলতি বছর মে-জুন নাগাদ লন্ডনে ছবির শুটিং সেরেছিলেন অতনু । এই ছবি নিয়ে খুবই উৎসাহী পরিচালক । সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, এত দিন যে ধরনের ছবি করেছেন তুলনায় এই ছবি তাঁর জন্য একটা নতুন মোড় ।
এই সিনেমার আরেকটি বিশেষত্ব হল এটি বহুভাষার ছবি । অর্থাৎ, এখানে ব্রিটিশ, আমেরিকান, আফ্রিকান, আরবি, কোরিয়ান, চাইনিজ, রাশিয়ান প্রত্যেকেই থাকবে । পরিচালক জানিয়েছেন, এঁরা প্রত্যেকেই অনেকটা সময় জুড়ে পর্দায় রয়েছেন। এর আগে কোনও বাংলা ছবিতে এ রকম হয়েছে বলে মনে হয় না। ওঁদের প্রত্যেকের ইংরেজি বলার ধরন আলাদা বলে ডাবিং করানো হয়নি ।
উল্লেখ্য, এর আগে পরিচালক অতনু ঘোষের ময়ূরাক্ষী, বিনিসুতো দর্শকদের মনে দাগ কেটেছে । 'আরো এক পৃথিবী' একেবারে অন্যধারার সিনেমা হতে চলেছে । যেখানে ড্রামা থাকবে, রহস্য থাকবে আর থাকবে বহুভাষী মানুষ ।