'ভুলভুলাইয়া টু' (Bhool Bhulaiyaa 2) সিনেমায় কার্তিক আরিয়ানের (Kartik Aryan) বাংলা উচ্চারণে ভুল ধরিয়ে দিয়েছিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharjee) । 'কল'শব্দটি নিয়ে টুইটারে বলিউড অভিনেতা কটাক্ষ করতে ছাড়েননি বাংলার 'খোকা' । কিন্তু, কার্তিকের ভুল ধরিয়ে দেওয়ায় এবার সেই অনির্বাণই নেটিজেনদের কটাক্ষের শিকার ।
ছবিতে কিছু বাংলা সংলাপ ছিল কার্তিকের । সেই সংলাপ তিনি নিখুঁত উচ্চারণ করতে পারেননি । বিশেষ করে 'কাল' শব্দটি তাঁর মুখে 'কল' হয়ে গিয়েছে । সেইটি নিয়েই কটাক্ষ অনির্বাণের । টুইটারে কার্তিককে বন্ধু বলে সমর্থন করে অভিনেতা লেখেন, ‘আপনার নতুন গাড়ি বা চাইনিজ ফুড টেবিলের জন্য শুভেচ্ছা । আন্তরিক অনুরোধ, আগামীকালের বাংলা উচ্চারণ ‘কাল’। ‘কল’ নয়!’
বলিউড অভিনেতা কার্তিকের এভাবে ভুল ধরানোর জন্য নেটিজেনদের অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন । তাঁর এই মন্তব্যে, অবাক হয়েছেন তাঁর অনুরাগীরাও । একজন লিখেছেন, "পোড়া, পোড়া গন্ধ কেন আসছে!!! অন্যকে ঢিল না ছুঁড়ে নিজের কাজে মন দিন। আপনারও একদিন টেবিল না হোক চেয়ার ঠিক জুটবে।'' অনির্বাণ যে এভাবে লিখতে পারেন, অবাঙালি অভিনেতার এধরনের ভুল ধরাবেন, তা অনেকেই ভাবতে পারছেন না । অনির্বাণও কি অন্যান্য বাঙালি শিল্পীদের মতোই হীনমন্যতায় ভুগছেন? এমনও প্রশ্নও উঠেছে। আবার অনেকেই অনির্বাণের সঙ্গে সহমত পোষণ করেছেন ।
কার্তিক, টাবু, কিয়ারা আডবানি অভিনীত ‘ভুলভুলাইয়া ২’ ইতিমধ্যেই ২৩০.৭৫ কোটি ব্যবসা করেছে। ছবির সাফল্য নানা ভাবে উদযাপন করছেন কার্তিক । নতুন গাড়িও কিনেছেন। সেই ছবি ভাগ করে রসিকতাও করেছেন, ‘চাইনিজ খাওয়ার নতুন টেবিল’ বলে! এরই মাঝে ছবিতে বাংলা উচ্চারণ নিয়ে অনির্বাণের কটাক্ষের শিকার হন তিনি ।