সদ্য দুই থেকে তিন হয়েছেন অভিনেতা গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমা ঘোষ। পুত্র সন্তান ‘ধীর’কে নিয়ে এখন সাজানো সংসার তাঁদের। মহা সপ্তমীর দিন একরত্তি ধীরকে কোলে নিয়ে সপরিবারে শুভেচ্ছা জানালেন নতুন বাবা মা।
মিষ্টি ছবি শেয়ার করে জুটিতে লিখলেন, আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই মহাসপ্তমীর আন্তরিক শুভেচ্ছা।
Kolkata Metro: মেট্রোয় ভিড়ে রেকর্ড, ষষ্ঠীতেই ৮ লাখের বেশি যাত্রী পাতাল রেলে
পয়লা বৈশাখের শুভ দিনে মা-বাবা হতে চলার খবর ভাগ করে নিয়েছিলেন টলিউডের এই তারকা দম্পতি । সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই ডেট দিয়েছিলেন চিকিৎসকরা । গত ২৬ শে সেপ্টেম্বর চক্রবর্তী পরিবারে এসেছে ধীর।