তাঁর সঙ্গে জড়িয়ে মহানায়কের নাম, এই পরিচয় একদিকে যেমন গর্বের তেমনই ঝক্কিরও। যখন তখন উত্তম কুমারের (Uttam Kumar) সঙ্গে তুলনা টানা হয় গৌরবের (Gourab Chatterjee)। তবে ইন্ডাস্ট্রিতে নিজের দক্ষতাতেই জায়গা পাকা করেছেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়। আজ তিনি অনেক বেশি কনফিডেন্ট, কয়েক বছরে নিজেকে আমূল বদলে ফেলেছেন অভিনেতা। মনে পড়ে সেই পুরনো গৌরবকে?
Salman-Arijit : সলমনের বাড়িতে অরিজিৎ, তবে কি ৯ বছরের তিক্ততা মিটল ?
গায়ে সুতোও নেই, ১০ বছরের আগের আর এখনকার গৌরবের মধ্যে চোখে পড়ার মতো তফাৎ। অভিনেতা ইনস্টাগ্রামে দুটি ছবি পাশাপাশি রেখে লিখেছেন , বয়স তখন ২০, হাতে আইফোন-৬ মিরর সেলফি তুলেছিলেন অভিনেতা। ১০ বছর পর তাঁর বয়স ৩০ হাতে আইফোন ১৪। দুই ছবি পাশাপাশি দেখলেই বোঝা যায় গৌরবের চেহারা লুক, জীবন সবেতেই আকাশ পাতাল ফারাক।