নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আগামী ছবি 'লক্ষ্মী ছেলে' (Lakkhi Chhele)-এর মুক্তির দিন ঘোষণা হল । শুক্রবারই সিনেমার নতুন পোস্টার প্রকাশ্যে এনেছে উইন্ডোজ প্রোডাকশনস (Windows Production) । সেখানেই ছবি মুক্তির তারিখ উল্লেখ করা হয়েছে । ২৬ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি । মুখ্য চরিত্রে অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) ছেলে উজান গঙ্গোপাধ্যায় (Ujan Ganguly) ।
ছবির যে পোস্টার প্রকাশ্যে এসেছে, সেখানে একেবারে অন্যরকম লুকে দেখা গেল উজানকে । তাঁর চোখে-মুখে একটা চিন্তার ছাপ, দেখে মনে হবে বিভ্রান্ত । আর তাঁর কোলে রয়েছে একটি শিশু । কৌশিক গঙ্গোপাধ্যায় এই ছবির পরিচালনা করেছেন । এই প্রথম বাবার পরিচালনায় কাজ করবেন ছেলে উজান । উজান জানিয়েছেন, ২৩ বছরের অপেক্ষা শেষ । বাবার পরিচালনায় তাঁর ছবি অবশেষে মুক্তি পাচ্ছে । ছোট থেকে এইদিনটার অপেক্ষাতেই ছিলেন উজান ।
আরও পড়ুন, Byomkesh Hatyamancha : 'ব্যোমকেশ হত্যামঞ্চ'-এর শুটিং শেষ, ১১ অগাস্ট মুক্তি পাচ্ছে সিনেমা
প্রসঙ্গত, ২০১৯-এই ছবির শুটিং শেষ হয় । করোনা ও নানা কারণে ছবি মুক্তি পিছিয়ে যায় । চলতি বছর ফাদার্স ডে-তে কৌশিক গঙ্গোপাধ্যায় তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে উজানের সঙ্গে একটি ছবি পোস্ট করে 'লক্ষ্মী ছেলে'-এর ঘোষণা করেন ।
নায়ক হিসাবে উজানের ডেবিউ ছবি ছিল পাভেলের 'রসোগোল্লা' । এই সিনেমায় তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে । এছাড়া, এর আগে বেশ কয়েকটি সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে ।