ডিসেম্বর জমজমাট । ছুটির মুডে শীতের শহর । সামনেই যে খ্রিস্টমাস, নিউ ইয়ার । ডিসেম্বরের তিলোত্তমা সেজে উঠছে একটু একটু করে । বাদ নেই কিন্তু সিনেমাহলগুলিও । বছরের শেষ মাসটা জুড়ে যে শুধুই বিনোদনের হাতছানি । সিনেমার পোস্টারে ঢাকছে হাজরার বসুশ্রী থেকে বেহালার অশোকা... একই ছবি বড় বড় মাল্টিপ্লেক্সগুলিতে । বলিউড ও টলিউড মিলিয়ে একই দিনে মুক্তি পাচ্ছে ৬টি সিনেমা । রূপোলি পর্দার সেলিব্রেশন জমিয়ে দিতে প্রস্তুত মুফাসা, বেবি জন, খাদান, সন্তান, চালচিত্র... কাঁটায় কাঁটায় একে অপরকে টক্কর দিতে চলেছেন শাহরুখ, বরুণ ধাওয়ান থেকে দেব, শুভশ্রী, টোটারা । অর্থাৎ তারিখ এক, প্রতিযোগী অনেক । তবে, সব ছাপিয়ে বিষয়টা কিন্তু হয়ে দাঁড়িয়েছে খাদান ভার্সেস সন্তান ।
খাদান । কয়লা খনিতে দুই বন্ধুর গল্প । মোহন দাস ও শ্যাম মাহাত । মোহনের ভূমিকায় যিশু সেনগুপ্ত । শ্যামের ভূমিকায় দেব । তবে, জানা গিয়েছে, দেব-কে দ্বৈত চরিত্রে দেখা যাবে । একইসঙ্গে বাবা-ছেলের ভূমিকায় বাংলার সুপারস্টার । খাদান অ্যাকশন প্যাকড সিনেমা । অ্যাকশনের সঙ্গে থাকবে রোম্যান্সও । একেবারে কমার্শিয়াল ঘরানার ছবি যাকে বলে । দীর্ঘদিন পর বাণিজ্যিক ছবিতে কামব্যাক করছেন দেব । তাই, খাদান নিয়ে দেব ভক্তদের উন্মাদনা তুঙ্গে । ইতিমধ্যেই সিনেমার গানগুলি বেশ ভাইরাল হয়েছে । রিলসে এখন ট্রেন্ডিং 'রাজার রাজা', 'কিশোরী' । খাদান-এ দেব ও যিশু ছাড়াও অভিনয় করছেন ইধিকা পাল ও বরখা বিস্ত ।
সন্তান । বাবা-ছেলের সম্পর্কের টানাপোড়েনের গল্প । বাবা-র ভূমিকায় মিঠুন চক্রবর্তী । ছেলে হয়েছেন ঋত্বিক চক্রবর্তী । ছবির অন্যতম আকর্ষণ কোর্টরুম ড্রামা । আইনজীবীর ভূমিকায় অভিনয় করছেন শুভশ্রী । সিনেমার ট্রেলার মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের । একেবারে অন্য ঘরানার ছবি, যেখানে সমাজ, সম্পর্কের রূঢ় বাস্তবকে দেখিয়েছেন রাজ চক্রবর্তী ।
সেক্ষেত্রে খাদান যদি হয় উত্তর মেরু আর সন্তান হচ্ছে দক্ষিণ মেরু । একেবারে বিপরীত ঘরানার সিনেমা । তবে, লড়াইটা হবে টক্করের । খাদান-এর প্রচারে কোনও খামতি রাখেননি দেব । উত্তর থেকে দক্ষিণ... বাংলার কোণায় কোণায় পৌঁছে গিয়েছে খাদান-এর টিম । প্রমোশনে ঝড় তুলে দিয়েছেন ।
তবে, প্রমোশনে নাকি কিছুটা পিছিয়ে রয়েছেন রাজ । এমনটাই বলছেন নেটিজেনরা । সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই শুধু 'খাদান' -এর ঝলক, দেবের প্রচারের ছবি । সেখানে 'সন্তান' কি ব্যাকফুটে ? সম্প্রতি, শুভশ্রীকে নিয়ে দার্জিলিংয়ে গিয়েছিলেন রাজ । তারপর থেকেই অনেকে বলছেন, সোশ্যাল মিডিয়ায় সন্তান চর্চায় নেই, তার কারণ রাজের দার্জিলিং সফর । রাজ সব সমালোচনার জবাব দিলেন ব়্যাপে । মজার ব়্যাপ । যদিও, তার মধ্যে শ্লেষ খুঁজে পেলেন দেব ভক্তরা । খুব বুদ্ধিমান লোকেদেরও বিষয়টা নজর এড়ায়নি । তারপর থেকেই শুরু খাদান ভার্সেস সন্তান ।
ব়্যাপের ভিডিওতে রাজকে বলতে শোনা যায়, 'দার্জিলিংয়ে ছিলাম বলে তোরা ভেবেছিস ‘সন্তান’ উপরে নেই? স্যোশাল মিডিয়ায় ভরে নেই?' ... তারপরই 'সন্তান সন্তান...' ব়্যাপ শুরু করেন রাজ । ভিডিওতে রাজকে আরও বলতে শোনা যায়, খারাপ সিনেমার প্রচার বেশি করতে হয়! রাগ কোরো না বাবা… পাশ থেকেই আবার শুভশ্রীর মন্তব্য, "নিজের খাদ নিজেই খুঁড়ছ…।" পালটা রাজের জবাব, "খাদ কি খাদান, আমাদের সিনেমায় কোনও খাদ নেই ।" রাজের এই ব়্যাপ দাবানলেন মতো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় । ট্রোলড হতে শুরু করেন পরিচালক । ক্ষোভ উগড়ে দেন দেব ভক্তরা ।
ট্রোলের জবাবও দিয়েছেন রাজ চক্রবর্তী । একটি ভিডিও বার্তায় বলেন, "...আমি বুঝতে পারছি না একটা দলের লোকের খুব সমস্যা হয়েছে। কেন ভাই? আমি তো আমার ছবি নিয়ে কথা বলবই। আমি সিনেমার প্রচার করি না। আমার সিনেমায় প্রচার করার মতো ম্যাটেরিয়াল নেই । যাঁর যে ছবিটা দেখতে ইচ্ছে হবে সে সেটাই দেখুন। আমি শুধু এটুকু ইয়ার্কি করে বলছিলাম যে এত প্রমোশন করার কী আছে, ছবি তো হিট! এটা নিয়ে অনেকের অনেক কথা।" গোটা ভিডিওতে দেবের নাম নেই । তবে, দেব ও তাঁর সিনেমা খাদান-এর উদ্দেশেই যে রাজের মন্তব্য, তা দুইয়ে দুইয়ে চার করে নিচ্ছেন নেটিজেনরা ।
এদিকে, সম্প্রতি দেব একটা ভিডিও পোস্ট করেছেন । ভিডিওতে দেখা যাচ্ছে, বাসে টিম খাদান । গান ধরলেন, 'ও সিকান্দার হি দোস্তো...', গলা ছেড়ে গাইলেন যিশু, নীলায়নরা । সুরে সুরে বলে দিলেন, 'হার বাজি কো জিতনা হামে আতা হ্যায়' । তবে, চমক আছে তো গানের শেষে । নীলায়ন গানের লাইন হঠাৎ বদলে জুড়ে দিলেন, খাদানের মতো সিনেমা বানাতে একমাত্র আমরাই পারি । ভিডিওটি পোস্ট করে দেব লিখেছেন, এমনি । কিন্তু, সত্যিই কি তাই ? নেটিজেনদের একাংশ তো আবার অন্য ইঙ্গিত পেলেন । রাজের ব়্যাপের জবাব দিতেই গানের দু'কলি শুধু বদলে দিয়েছে টিম খাদান । এমনটাই বলছেন অনেকে ।
প্রচারে খাদান এগিয়ে নিঃসন্দেহে । তবে, বক্স অফিসে শেষপর্যন্ত কে বাজিমাত করবে, তা সময়ই বলবে । তবে, দর্শকরা কাকে এগিয়ে রাখছেন এই মুহূর্তে ? খাদান নাকি সন্তান...নাকি অন্য কোনও সিনেমা ? স্পেশ্যাল রিপোর্ট এডিটরজি বাংলায় ।
খাদান ও সন্তান ছাড়া ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে প্রতীম ডি গুপ্ত পরিচালিত ‘চালচিত্র’ এবং মানসী সিনহা পরিচালিত ‘৫ নং স্বপ্নময় লেন’। অন্যদিকে, বলিউডে বেবি জন । অন্যদিকে, ওটিটিতে ফিরছেন ফেলুদা । সব মিলিয়ে কিন্তু, ডিসেম্বরে বিনোদন ভরপুর । কবে কোন সিনেমা দেখবেন, এখনই কিন্তু প্ল্যান করে নিন ।