সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) 'শেরদিল' (Sherdil) সিনেমায় গান গেয়েছেন কেকে । কিন্তু, এটাই যে তাঁর ছবির জন্য শেষ রেকর্ড কেকে-এর (KK's Song), ভাবতে পারেননি সৃজিত । আজ, ৬ জুন মুক্তি পাচ্ছে সেই গান । শিল্পী আর নেই ঠিকই । কিন্তু তাঁর গানের মধ্যে দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানোর সবথেকে ভাল উপায় মনে হয় আর কিছু নেই । এমনটাই মনে করছেন নির্মাতারা ।
কেকে-এর গাওয়া গানের নাম 'ধুপ পানি বেহেনে দে' (Dhoop Paani Bahne De) । গানটি লিখেছেন, গুলজার । সঙ্গীত পরিচালনা করেছেন শান্তুনু মৈত্র । গানটি রেকর্ডিংয়ের সময় গুলজার এবং কেকে-এর ভিডিও কয়েকদিন আগে শেয়ার করেছিলেন সৃজিত । এই প্রসঙ্গ টেনে সৃজিত সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, কখনও ভাবিনি 'শেরদিল'-এর প্রথম গান তাঁর উপস্থিতি ছাড়াই মুক্তি পাবে ।
আরও পড়ুন, Srijit share video with KK: এক মাস আগেই পরিচয়, ছবিতে গান গাইলেন, কেকে-র মৃত্যু মানতে পারছেন না সৃজিত
৩১ মে কলকাতায় মৃত্যু হয় গায়ক কেকে-এর । তাঁর আচমকা প্রয়াণের খবরে মুখের ভাষা হারিয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় । গুলজারের সঙ্গে কেকে-এর রেকর্ডিং এর মুহূর্তের ভিডিও শেয়ার করে তিনি লিখেছিলেন, মাস খানেক আগে পরিচয় । মনে হয়েছিল, আমরা একে অপরকে অনেকদিন ধরে চিনি । কত আড্ডা-গান-গল্প । থামছিলই না । কেকে-এর সঙ্গে আরও গান রেকর্ডিংয়ের ইচ্ছা ছিল না । কিন্তু, মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে গেল ।"
৩১ মে সন্ধ্যে গড়াতেই সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছিল কনসার্টের ছবি ভিডিও । নজরুল মঞ্চ মাতিয়ে রেখেছিলেন মানুষটা । গান গাইতে গাইতে মাইক বাড়িয়ে দিচ্ছিলেন দর্শক শ্রোতাদের দিকে । ঘুণাক্ষরেও কেউ টের পাননি, সেদিনের সন্ধের কনসার্টই জীবনের শেষ পারফম্যান্স হয়ে থাকবে সংগীতশিল্পী কেকের জীবনে ।