অনীক দত্ত (Anik Dutta) পরিচালিত ছবি 'অপরাজিত' (Aparajito) নিয়ে বিতর্ক কিছুতেই থামছে না । ছবি মুক্তির আগে লোগো নিয়ে একটা বিতর্ক (Aparajito Controversy) তো ছিলই । সেটা মিটে গেলে সত্যজিতের ছবি নন্দনে জায়গা না পাওয়া নিয়ে তৈরি হয় নতুন বিতর্ক । লাগে রাজনৈতিক রং । অথচ, এই ছবি কার্যত দর্শককে হলমুখী করে তুলেছে । কিন্তু, তারপরেও নন্দনে জায়গা পায়নি এই সিনেমা । এই নিয়ে আলোচনা, বিতর্কের মাঝেই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর চর্চা । ঠিক কী বলেছেন কুণাল ঘোষ ?
শনিবার একটি টুইটে ‘অপরাজিত’ ছবির ভাবনা কতটা মৌলিক, সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের মুখপাত্র । তিনি লেখেন, " 'অপরাজিত' ছবিটি কি মৌলিক ভাবনা ? ২০১২ -তে নথিভুক্ত পথের পাঁচালি তৈরির ছবিটির শুটিং চলছে । নানা কারণে দেরি । এক থিমে ছবি । জেনে নাকি না জেনে ? প্রচারের চাপে আসল টিম কোণঠাসা ? তাঁদের ছবির কাজ চলছে । সেই ছবিটিও মুক্তি পাবে । টলিউড, থিম কি হাইজ্যাকড হল ? তদন্ত হোক ।" এই মন্তব্যকে কেন্দ্র করেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে ।
আরও পড়ুন, Aparajito Jeetu Kamal: 'অপরাজিত' দেখে মুগ্ধ CID অফিসার, কফি দিয়ে জিতু কমলের ছবি আঁকলেন
ঘটনাটা ঠিক কী ? কুণালের মন্তব্য অনুযায়ী, ২০১২ সালে 'বিষয় পথের পাঁচালি' নামে একটি ছবির রেজিস্ট্রেশন করেছিলেন প্রসেনজিৎ ঘোষ । কোনও কারণে সেই ছবি তৈরি হতে দেরি হচ্ছে । শুটিংয়ের কাজ চলছে । এই প্রসঙ্গে টেনেই কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন, অনীক দত্তের ছবি এখান থেকে 'হাইজ্যাকড' নয় তো ? সেকারণে যথাযথ তদন্তের দাবি করেছেন কুণাল ।